আমেরিকা বা ইংল্যান্ড নয়, বিশ্বের এই ৩টি দেশের মুদ্রা ভারতীয় মুদ্রার ২০০ গুণেরও বেশি

যে তিনটি দেশের মুদ্রা ভারতীয় মুদ্রার ২০০ গুণ বেশি

Indian Currency: বিশ্বের সর্বোচ্চ মুদ্রা বিবেচনা করার ক্ষেত্রে মার্কিন ডলার বা ব্রিটিশ পাউন্ড অথবা ইউরো সবার প্রথমে আসে। তবে উল্লেখিত মুদ্রা গুলোর মধ্যে কোনোটিই বিশ্বের ব্যয়বহুল নয়। বিশ্বে এমন তিনটি দেশ রয়েছে যেখানে ভারতের মুদ্রার চেয়েও ২০০ গুণেরও বেশি

আমরা যদি ১০০ বছর আগের কথা বলি অর্থাৎ ১৯১৭ সালের সময়ে ১ ডলারের মূল্য ১ টাকার সমান ছিল। কিন্তু সেই পরিমাণ আজ ৮২ গুণ বৃদ্ধি পেয়েছে। আজ ১ মার্কিন ডলারের মূল্য ৮২ টাকার চেয়েও বেশি। কিন্তু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মূল্য মার্কিন ডলার নয়, যা ভারতীয় মুদ্রা থেকে প্রায় ২৬৯ গুণ বেশি। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক..

Image

ওমানি রিয়াল (Omani Rial): ওমান দেশের মুদ্রা ওমানি রিয়াল নামে পরিচিত। এই দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনাতে অবস্থিত। প্রকৃতপক্ষে, এটি মরুভূমির দেশ হলেও অর্থনীতিতে ফুলে ফেঁপে উঠেছে। আমরা যদি, ১ ওমান রিয়ালের কথা বলি তাহলে ভারতীয় মুদ্রার হিসেবে ২১৫.০১ টাকা হবে।

Image

বাহরাইন দিনার (Bahrain Dinar): বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র। কয়েক হাজার বছর আগেও এটি একটি বাণিজ্যকেন্দ্র ছিল এবং শক্তিশালী প্রতিবেশীদের অধীনস্থ ছিল। ১৭ শতকে এটি ইরানের দখলে আসে এবং তখন থেকেই বাহরাইনের প্রতিষ্ঠা হয়। বাহরাইনের মুদ্রা ‘বাহরাইন দিনার’ নামে পরিচিত। ১ বাহরাইন দিনার ভারতীয় মুদ্রায় ২১৯.৫৭ টাকার সমান।

Image

কুয়েতি দিনার (Kuwaiti Dinar): কুয়েত একটি ছোট্ট তেল সমৃদ্ধ রাজধানীর রাষ্ট্র। এর দক্ষিণে সৌদি আরব এবং উত্তরে ইরাক বেষ্টিত। এদেশের মুদ্রা ‘কুয়েতি দিনার’ নামে পরিচিত, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মুদ্রা। বিশ্ব ব্যাংকের মত অনুসারে, কুয়েত বিশ্বের চতুর্থ ধনীতম দেশ। এখানকার ১ কুয়েতি দিনারের মূল্য ভারতের ২৬৯.৩২ টাকার সমান। (২০ মে, ২০২৩ এর হিসেবে)