ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৪ ব্যাটসম্যান, তালিকায় দুই ভারতীয়

বিশ্বকাপ ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট আর এই বিশেষ প্রতিযোগিতায় প্রতিটি ব্যাটসম্যান তার সেরা পারফরম্যান্স দিয়ে মরিয়া হয়ে ওঠে। যদিও সবার পক্ষে ভালো পারফর্ম করা সম্ভব হয় না। আজকের প্রতিবেদনে, ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৪ ব্যাটসম্যান; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৪) রিকি পন্টিং: ৫ সেঞ্চুরি 

Former Australia skipper Ricky Ponting reveals lowest point of his captaincy - OrissaPOST

অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে ২ বার চ্যাম্পিয়ন করা রিকি পন্টিং এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি ৪২ ইনিংসে ৪৫.৮৬ ব্যাটিং গড় নিয়ে ১৭৪৩ রান করেছেন। ২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালে ১৪০ রানের একটি দুর্দান্ত ইনিংস সহ মোট পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

৩) কুমার সাঙ্গাকারা: ৫ সেঞ্চুরি

Kumar Sangakkara slammed his fastest ODI century | Photo | ICC Cricket World Cup 2015 | ESPNcricinfo.com

শ্রীলংকার বিখ্যাত ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করলেও দুর্ভাগ্যবশত দু’বার ফাইনালে পরাজিত হয়। পরিসংখ্যানের কথা বললে, ৩৫টি ইনিংসে তিনি ৫৬.৭৪ ব্যাটিং গড় নিয়ে ১৫৩৩ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি। প্রসঙ্গত, ২০১৫ বিশ্বকাপে একটানা ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

২) শচীন টেন্ডুলকার: ৬ সেঞ্চুরি

Heroes of the World Cup: Sachin Tendulkar

ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী শচীন টেন্ডুলকার সর্বাধিক সেঞ্চুরি করার ক্ষেত্রে যৌথভাবে শীর্ষে রয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি ৪৪টি ইনিংসে ৫৬.৯৫ ব্যাটিং গড় নিয়ে ২২৭৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৬টি দুর্দান্ত সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি। প্রসঙ্গত, সর্বাধিক ৬টি বিশ্বকাপ খেলার রেকর্ডও রয়েছে তার নামে।

১) রোহিত শর্মা: ৬ সেঞ্চুরি

Rohit Sharma reveals his favourite century from the ICC Men's World Cup 2019

ভারতীয় ওপেনার রোহিত শর্মা এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন। তিনি শচীন টেন্ডুলকারের চেয়েও কম ইনিংস খেলে বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। পরিসংখ্যানের কথা বললে, মাত্র ১৭টি ইনিংসে ৬৫.২০ ব্যাটিং গড় নিয়ে ৯৭৮ রান করেছেন। প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড করেন।