সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৫ ভারতীয় ব্যাটসম্যান

প্রতিটি তরুণ ক্রিকেটারদের স্বপ্ন থাকে তার নিজের দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করা। এমন অনেক ভারতীয় ক্রিকেটার রয়েছেন যারা খুবই অল্প বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে তাদের প্রতিভাকে মেলে ধরেছেন।

👉 এবার জেনে নেওয়া যাক, সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন যে পাঁচ ভারতীয় ব্যাটসম্যান:- 

৫) সুরেশ রায়না: ২১ বছর ২১১ দিন

Suresh Raina, king of cameos, follows MS Dhoni into retirement | Sports  News,The Indian Express

বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না ২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে ভারতীয় দলে জায়গা করেছিলেন। ২০০৮ সালে এশিয়া কাপে হংকং-র বিপক্ষে মাত্র ৬৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এটি কোন ভারতীয় ব্যাটসম্যানের প্রথম দ্রুততম সেঞ্চুরি। এই সময় তার বয়স ছিল ২১ বছর ২১১ দিন। 

৪) শচীন টেন্ডুলকার: ২১ বছর ১৩৮ দিন

Sachin Tendulkar scored his 1st ODI hundred exactly 25 years ago on this  day - Sports News

মাত্র ১৬ বছর বয়সে ওয়ানডেতে অভিষেক করা শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯টি সেঞ্চুরি রয়েছে। যদিও তার প্রথম সেঞ্চুরি হতে অনেক সময় লেগেছিল। ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআইতে তিনি প্রথম সেঞ্চুরি (১১০ রান ১৩০ বলে) করেছিলেন। এই সময় তার বয়স ছিল ২১ বছর ১৩৮ দিন।

৩) যুবরাজ সিং: ২১ বছর ১২০ দিন

On This Day: Yuvraj Singh scored his maiden ODI century vs Bangaldesh in  Dhaka; Gautam Gambhir handed ODI debut | The SportsRush

বিখ্যাত অলরাউন্ডার যুবরাজ সিং ২০০০ সালে মাত্র ১৮ বছর বয়সে ওয়ানডে অভিষেক করেছিলেন। তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি এসেছিল ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে। তিনি ৮৫ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। এই সময় তার বয়স ছিল ২১ বছর ১২০ দিন। 

২) বিরাট কোহলি: ২১ বছর ৪৯ দিন

On This Day: Virat Kohli slams maiden ODI century - Sportstar

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রান মেশিন বিরাট কোহলি। ২০০৮ সালে ২০ বছর বয়সে ওয়ানডেতে অভিষেক করেন। তার প্রথম সেঞ্চুরিটি এসেছিল ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ইনিংসে তিনি ১১৪ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৭ রান করেছিলেন। তখন তার বয়স ছিল ২১ বছর ৪৯ দিন।

১) বিনোদ কাম্বলি: ২১ বছর 

Vinod Kambli: What Went Wrong With Him? | Wisden Cricket

ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন বিনোদ কাম্বলি। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার জন্মদিনেই ২১ বছর বয়সে ১০০ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন।