আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ হয়েছেন যে পাঁচ অধিনায়ক

আইপিএলে অনেক দুর্দান্ত অধিনায়ক এসেছেন তবে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ছাড়া তেমনভাবে কেউ সাফল্য পাননি। ক্রিকেট এমন একটি খেলা যেখানে পরিসংখ্যান বিচার করে সেই খেলোয়াড়ের সাফল্য ও ব্যর্থতার ওপর। এমনকি এই সীমিত ওভারের ক্রিকেটে বহু অধিনায়ক ব্যর্থতার কারণে পদত্যাগও করেছেন। 

আজকের প্রতিবেদন অনুযায়ী আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ হয়েছেন যে পাঁচ অধিনায়ক; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

৫) কুমার সাঙ্গাকারা:

Country vs Club: 10 out of 12 international stars pick IPL teams ...

বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আইপিএলে ডেকান চার্জার্স, কিংস ইলেভেন পাঞ্জাব এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যর্থ হন। ৪৭টি ম্যাচে তিনি মাত্র ১৫ টিতে জয়লাভ করেন। তার ম্যাচ জয়ের শতাংশ হলো ৩১.৯১%।

৪) জেপি ডুমিনি:

Setback for Delhi Daredevils as JP Duminy withdraws from IPL 10 ...

২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় সাউথ আফ্রিকার অলরাউন্ডার জেপি ডুমিনিকে। ১৬টি ম্যাচে তিনি মাত্র ৫টিতে জয়লাভ করেন। ওই মরসুমে দিল্লি ডেয়ারডেভিলস পয়েন্ট টেবিলের সাত নম্বর স্থান অধিকার করে। তার ম্যাচ জয়ের শতাংশ হল ৩১.২৫%। 

৩) মাহেলা জয়াবর্ধনে:

IPL 2013: Mahela Jayawardene blames Delhi Daredevils ...

শ্রীলংকার এই কিংবদন্তি ব্যাটসম্যান কিংস ইলেভেন পাঞ্জাব, কোচি টাস্কারস কেরল এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যর্থ হন। ৩০টি ম্যাচে তিনি মাত্র ১০টিতে জয়লাভ করেন। তার ম্যাচ জয়ের শতাংশ হলো ৩০%।

২) ব্রেন্ডন ম্যাককালাম:

IPL 2017: Brendon McCullum posts emotional video on occasion of ...

আইপিএলের প্রথম মৌসুমের উদ্বোধনী ম্যাচেই ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন এই নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট লায়ন্স অধিনায়কের দায়িত্ব পালন করতে গিয়ে পুরোপুরিভাবে ব্যর্থ হন। ১৪টি ম্যাচে মাত্র তিনি ৩টিতে জয় লাভ করেন। তার ম্যাচ জয়ের শতাংশ হলো ২১.৪২%।

১) কেভিন পিটারসেন: 

Page 5 - IPL के 5 ऐसे कप्तान जिनका रिकॉर्ड ...

ইংল্যান্ডের এই বিখ্যাত মারকুটে ব্যাটসম্যান কেভিন পিটারসেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কের দায়িত্ব পালন করতে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হন। মোট ১৭টি ম্যাচে তিনি মাত্র ২টিতে জয় লাভ করেন। তার ম্যাচ জয়ের শতাংশ হলো ১১.৭৬%।