বিশ্বের ৫ অধিনায়ক যারা টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন দ্বিতীয় দিনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির প্রথম বলে ফিরে যাওয়াটা অত্যন্ত হতাশাজনক ছিল। এই সুবাদে কোহলির নামে আরও একটি রেকর্ড তৈরি হয়, যদিও এটি তার পক্ষে সুসংবাদ নয়। তবে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন তারই নামে।

☞ বিশ্বের ৫ অধিনায়ক যারা টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন:-

১) স্টিফেন ফ্লেমিং: ১৩ বার

On this day in 2003: Stephen Fleming registered his highest Test score |  Cricket News - Times of India

নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন স্টিফেন ফ্লেমিং। ১৯৯৪ সালে এই বাঁহাতি ব্যাটসম্যান ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ৯২ রানের একটি দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন। তবে স্টিফেন ফ্লেমিং এর নামে সবচেয়ে বেশি ১৩ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও রয়েছে।

২) গ্রেইম স্মিথ: ১০ বার 

Graeme Smith's best innings in Test cricket

দক্ষিণ আফ্রিকার সেরা অধিনায়ক গ্রেম স্মিথও এই তালিকায় রয়েছেন। একমাত্র অধিনায়ক হিসেবে ১০০টির বেশি টেস্ট ম্যাচের নেতৃত্ব দেওয়ার রেকর্ড রয়েছে তার নামে। হার্সেল গিবসের সাথে তার ওপেনিং জুটি সাফল্য পায়। তবে নেতৃত্ব দেওয়ার সময় মোট ১০ বার এই বাঁহাতি ব্যাটসম্যানকে খালি হাতে ফিরে যেতে হয়েছে। 

৩) বিরাট কোহলি: ৯ বার*

Virat Kohli out for a golden duck as Anderson double revives England in  first Test | Deccan Herald

প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বিরাট কোহলির ব্যাট থেকে কোন সেঞ্চুরি আসেনি সেই অপেক্ষায় দিন গুনছিলেন ক্রিকেটপ্রেমীরা, কিন্তু এদিনও হতাশ হতে হয় তাদের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জেমস অ্যান্ডারসনের প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এর ফলে ভারত অধিনায়ক হিসেবে তিনি সর্বাধিক ৯ বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়লেন।

৪) মহেন্দ্র সিং ধোনি: ৮ বার

On This Day: MS Dhoni bats to save MCG Test, announces shock retirement  decision | Sports News,The Indian Express

সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি যে অর্জন করেছেন হয়তো একজন অধিনায়ক এর পক্ষে তা আর সম্ভব নয়। কিন্তু টেস্ট ক্রিকেটে তার পরিসংখ্যান খুব একটা ভালো নয়, তবুও ভারতীয় অধিনায়ক দ্বিতীয় সর্বাধিক টেস্ট জয়ের রেকর্ড রয়েছে। তবে ব্যাট হতে তবে অধিনায়ক হিসেবে তিনি মোট ৮ বার খালি হাতে ফিরে যান।

৫) হ্যান্সি ক্রোনিয়ে: ৮ বার

Cricket's 'end of innocence': Hansie Cronje's Centurion fix that almost  broke the game, 20 years on

২০০২ সালে বিমান দুর্ঘটনায় মারা যান হ্যান্সি ক্রোনিয়ে। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ৫৩ টেস্ট এর মধ্যে রেকর্ডসংখ্যক ২৩টি জয় পেয়েছিল। অসাধারণ ব্যাটিং এর পাশাপাশি তিনি বোলিংয়েও যথেষ্ট কার্যকরী ছিলেন। যদিও তার নামে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। তবে অধিনায়ক হিসেবে তিনি মোট ৮ বার খালি হাতে ফিরে যান।