দন্ত চিকিৎসক হবার পাশাপাশি দেশের সুন্দরী IPS নভজ্যোত সিমি, কী কাজ করেন জানলে মুগ্ধ হবেন!

IPS Navjot Simi: আমরা প্রায় কোনো না কোনো মহিলা আইপিএস নইলে আইএএস অফিসারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখি, তারা যেন রূপে-গুণে লক্ষ্মী-সরস্বতী। তেমনি একজন আইপিএস হলেও নভজ্যোত সিমি, আদতে তিনি ছিলেন একজন দন্ত চিকিৎসক! তার কাজ কি, কত টাকা বেতন পান, তা জানলে আপনিও অবাক হবেন।  

Image

কেন্দ্র সরকারের ‘ইউপিএসসি’ পরীক্ষায় বসার স্বপ্ন প্রায় সকলেরই। আমাদের দেশে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকল শ্রেণীর মানুষের সেবা করার জন্য আইপিএস বা আইএএস হওয়ার স্বপ্ন সকল যুবক যুবতীর। বর্তমানে আমাদের দেশের নানা প্রান্তে যে সকল আইপিএস আধিকারিকরা কাজ করছেন। তাদের মধ্যে অন্যতম বেশ জনপ্রিয় হলেন নভজ্যোত সিমি।  

Image

বর্তমানে বিহারের রোহতাস জেলার দেহরি অন সোন-এ এসিপি হিসেবে কর্মরত তিনি। ২০২০ সালে তিনি বিয়ে করেন পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার মহকুমাশাসক তুষার সিংলাকে। তুষার সিংলা নিজেও একজন আইএএস আধিকারিক। ছোটবেলা থেকেই নভজ্যোতের আইপিএস হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তিনি পরবর্তীতে ডেন্টাল সার্জারিতে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন।  

Image

প্রথমবারে তিনি সফল না হলেও ২০১৭ সালের দ্বিতীয়বার ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। আর এবার সারা দেশের ৭৩৫তম স্থান অর্জন করেন। ১৯৮৭ সালের ২১ ডিসেম্বর পঞ্জাবের গুরুদাসপুরে নভজ্যোত সিমির জন্ম। সিমির বাবা ছিলেন ইউনিয়ন ব্যাঙ্কের অফিসার। তার বাবা-মায়ের সাপোর্টে তিনি ইউপিএসসির মত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন।  

Image

সপ্তম বেতন কমিশন অনুযায়ী ‘৬৭,৭০০’ টাকা বেতন পান নভজ্যোত সিমি। সেইসঙ্গে তিনি সরকারী সমস্ত রকম সুবিধা পেয়ে থাকেন। যেমন বাড়ি, গাড়ি, চালক ও পরিচারকের সুবিধা। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাঁর কাজ নিজের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে রাখা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়।