ভারতের কোন শহরটি ‘রক্তের শহর’ নামে পরিচিত?

‘রক্তের শহর’ নামে পরিচিত ভারতের কোন শহরটি?

General Knowledge Quiz : সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি ইন্টারভিউ চলাকালীন করা হয়। এমনকি এসএসসি, ব্যাংকিং ও রেলওয়ের পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্নগুলি আসে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার নলেজকে বাড়িয়ে তুলবে।

১) প্রশ্নঃ ভারতের প্রথম কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)।

২) প্রশ্নঃ জাপান দেশে দেবী সরস্বতীকে কী নামে ডাকা হয়?
উত্তরঃ বেনযাইতেন (Benzayten) নামে পরিচিত।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বয়ে যাওয়া কোন নদীতে সোনা পাওয়া যায়?
উত্তরঃ সুবর্ণরেখা (Suvarnarekha) নদীতে।

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি?
উত্তরঃ ভারতীয় কোবরা (Indian cobra)।

৫) প্রশ্নঃ প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার এর নাম কী?
উত্তরঃ নীলমণি মিত্র (Neelmani Mitra)।

৬) প্রশ্নঃ মানব শরীরের কোন অংশে সব থেকে বেশি হাড় থাকে?
উত্তরঃ পায়ের পাতায়।

৭) প্রশ্নঃ কোন গাছকে স্বর্গীয় গাছ বলা হয়?
উত্তরঃ নারিকেল গাছকে।

৮) প্রশ্নঃ কোন রঙের ফুলের গন্ধ সবথেকে বেশি হয়?
উত্তরঃ সাদা এবং হলুদ।

৯) প্রশ্নঃ বিশ্বের সবথেকে বড় শহরের নাম কী?
উত্তরঃ জাপানের টোকিও (Tokyo) শহর।

Image

১০) প্রশ্নঃ ভারতে পরপর দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ ডক্টর রাজেন্দ্র প্রসাদ (Dr. Rajendra Prasad)।

১১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয়?
উত্তরঃ ভুটান (Bhutan)। তাই এই দেশটি ড্রাগনের ভূমি নামেও পরিচিত।

১২) প্রশ্নঃ কোন প্রাণীকে গর্ধব বলা হয়?
উত্তরঃ গাধাকে।

১৩) প্রশ্নঃ সবচেয়ে কম বয়সে ভারতরত্ন পেয়েছেন কে?
উত্তরঃ শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) ৪০ বছর বয়সে ভারতরত্ন সম্মান পান; তিনিই এই সম্মাননার কনিষ্ঠতম প্রাপক।

১৪) প্রশ্নঃ কোন তিনজন দেবী একসাথে ত্রিদেবী নামে পরিচিত?
উত্তরঃ দেবী সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতী।

Image

১৫) প্রশ্নঃ ভারতের কোন শহরটি ‘রক্তের শহর’ নামে পরিচিত?
উত্তরঃ ভারতের উত্তর পূর্বে অবস্থিত আসাম রাজ্যের তেজপুর (Tezpur) শহরকে ‘রক্তের শহর’ বলা হয়। কথিত আছে যে, ভগবান কৃষ্ণ এবং ভগবান শিব একে অপরের সাথে মহাকাব্যিক যুদ্ধে লিপ্ত ছিলেন যা স্থানটিকে রক্তের নদীতে পরিণত করেছিল। তাই তেজপুরকে রক্তের শহর বলা হয়। TEZ অর্থ রক্ত ​​এবং PUR অর্থ স্থান।