অক্টোবরের রাতের আকাশে দেখা দেবে নীল চাঁদ! বিরল দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্ব

অক্টোবর মাসেই রয়েছে দুটি পূর্ণিমা, একটি ১লা অক্টোবর দ্বিতীয়টি ৩১ শে অক্টোবর। সেই দিনই রাতের আকাশে দেখা যাবে পূর্ণচন্দ্র। তবে চাঁদের রং নীল হবে না, শুধু নাম দেওয়া হয়েছে ব্লু মুন বা নীল চাঁদ।

Risk of fatal motorcycle crash high under a full moon: Study

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর সমস্ত জায়গা থেকে এবং সেখানকার স্থানীয় অনুযায়ী এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। এমন মহাজাগতিক দৃশ্য ৩০ বছরে প্রথমবার সারা বিশ্বের মানুষ একসাথে দেখবে পাবেন।

তবে এই ঘটনা প্রতি ১৯ বছর অন্তর ঘটে। যেমনটা এর আগে ২০০১ সালে ঘটেছিল। আবারো এই ঘটনা ঘটবে আগামী ২০৩৯ সালে। তখন সারা বিশ্বের মানুষ একসাথে দেখতে পাবেন কিনা এ বিষয়ে কিছু জানানো হয়নি।

The Next Blue Moon in 2020 - | Beyond Exclamation

চাঁদের রং কখনো নীল রঙের হতেই পারে না বা কখনো নীল হবে না। ছবিগুলি বিশেষ নীল রঙের ফিল্টার দিয়ে ক্যাপচার করা, তাই নীল রঙের দেখাচ্ছে। এই মহাজাগতিক দৃশ্য শেষবার গোটা বিশ্বের মানুষ একসাথে দেখেছিল ১৯৪৪ সালে।

The Meaning Of A Blue Moon Is Both Scientific & Spiritual

ইংরেজিতে একটি কথা আছে, “once in a blue moon” – সেই অর্থে চাঁদের নাম ব্লু মুন বা নীল চাঁদ রাখা হয়েছে। কারণ এই দৃশ্য খুব সহজে দেখা মেলে না।