ভারতীয় ওয়ানডে ক্রিকেটের জন্য বেছে নেওয়া হল সর্বকালের সেরা ডানহাতি একাদশ

বিশ্ব ক্রিকেটে বাঁহাতি খেলোয়াড়দের তুলনায় সবসময় ডানহাতিরাই এগিয়ে রয়েছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক হোক বা সর্বোচ্চ উইকেট শিকারী উভয় ক্ষেত্রেই একজন ডানহাতি ক্রিকেটারের নাম রয়েছে। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন ডানহাতি ও বাঁহাতি ক্রিকেটারদের সমন্বয়ে একটি শক্তিশালী দল গড়ে ওঠে। এই প্রতিবেদনে, ওয়ানডে ক্রিকেটের জন্য সেরা ডানহাতি ভারতীয় একাদশ বেছে নেওয়া হয়েছে:

□ টপ অর্ডার: বীরেন্দ্র শেহবাগ, রোহিত শর্মা ও শচীন টেন্ডুলকার

Image

ভারতীয় টপ অর্ডারের ক্ষেত্রে বীরেন্দ্র শেহবাগ, রোহিত শর্মা ও শচীন টেন্ডুলকার প্রতিটি ব্যাটসম্যানেরই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিধ্বংসী শেহবাগ বরাবরই ভারতীয় দলকে একটি দুর্দান্ত শুরু দিতে অভ্যস্ত ছিলেন। এদিকে দ্বিতীয় ওপেনার হিসেবে রোহিত শর্মাও কোন অংশে কম যান না। আন্তর্জাতিক ওয়ানডেতে রোহিতের নামে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। এদিকে ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারকে ছাড়া এই একাদশটি অসম্পূর্ণ। সর্বোচ্চ রান সংগ্রহকারী শচীন টেন্ডুলকার এমন কতগুলি রেকর্ড করেছেন যেগুলি কারোও পক্ষে ভাঙ্গা সম্ভব নয়।

□ মিডিল অর্ডার: বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি

Image

শুধু ভারতেই নয়, বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মিডিল অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলির নাম উল্লেখযোগ্য। আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান ও তার নামে ৪৩টি সেঞ্চুরি রয়েছে। এদিকে মিডল অর্ডারে সর্বদা এক প্রান্তে দাঁড়িয়ে থেকে রাহুল দ্রাবিড় দলের ভারসাম্য রক্ষা করেছেন। শচীনের পর তিনিও টেস্ট ও ওয়ানডেতে ১০ হাজার রান করেছেন। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনিকে মিডিল অর্ডারের সবসময় একজন দুর্দান্ত ফিনিশারের ভূমিকায় দেখা গেছে। এমনকি বহুবার দলকে খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও বের করে এনেছেন। ওয়ানডেতে উইকেটরক্ষক হিসেবে তিনি সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন।

□ অলরাউন্ডার: কপিল দেব ও অজিত আগারকার

Image

১৯৮৩ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ উঠলেই সর্বপ্রথম কপিল দেবের নাম আসে। কেননা তিনি দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রে ভারতীয় দলকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। অজিত আগারকার ওয়ানডে ক্রিকেটে ২৮৮টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে যথেষ্ট কার্যকরী ছিলেন। একবার তার ব্যাট থেকে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি এসেছিল, যা এখনও পর্যন্ত ভারতীয় দলের রেকর্ড।

□ বোলার: অনিল কুম্বলে, হরভজন সিং ও জাভাগাল শ্রীনাথ

Image

অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের জুটিতে বহু ম্যাচ জিতেছে ভারতীয় দল। তাদের এই স্পিন জুটিকে সর্বকালের সেরা জুটিও বলা হয়। হরভজন সিং ওয়ানডেতে ২৩৬ উইকেট ও অন্যদিকে ভারতীয় হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারী অনিল কুম্বলে ৩৩৭টি উইকেট নিয়েছেন। এদিকে জাভাগাল শ্রীনাথ একমাত্র ভারতীয় ফাস্ট বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০টির বেশি উইকেট নিয়েছেন। বর্তমানে তিনি আইসিসির রেফারি পদে রয়েছেন।

□ ভারতীয় ডানহাতি একাদশ: বীরেন্দ্র শেহবাগ, রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট-রক্ষক), কপিল দেব, অজিত আগারকার, হরভজন সিং, অনিল কুম্বলে ও জাভাগাল শ্রীনাথ