সঞ্জয় দত্তকে ছেড়ে ধনসম্পত্তির লোভে আম্বানির পরিবারের পুত্রবধূ হন এই অভিনেত্রী

আম্বানি পরিবারের পুত্রবধু হওয়ার জন্য বলিউড ছেড়েছিলেন এই নায়িকা

অভিনেত্রীরা একটা সময় পর তাদের সাংসারিক জীবন গোছানোর জন্য বিনোদন জগত ত্যাগ করেন। খুব কমই অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের পরেও অভিনয় জগতে সক্রিয় রয়েছেন। আবার এমনও কিছু অভিনেত্রী ছিলেন টাকার লোভে ধনী ব্যবসায়ীদের বিয়ে করে অভিনয় ছেড়ে দেন। আজকের প্রতিবেদনে তেমনি এক অভিনেত্রীর কথা বলা হয়েছে।

৮০ দশকের এই অভিনেত্রী দেব আনন্দের সাথে ‘দে পরদেশ’ ছবি থেকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ঋষি কাপুর এবং রাজেশ খান্নার সাথেও স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে। তবে অভিনেতা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সঙ্গে তার সম্পর্ক বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল।

তাদের বিয়ে পর্যন্ত ঠিক হয়েছিল। কিন্তু সঞ্জয় দত্তের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে অভিনেতা মাদকাসক্তি হয়ে পড়েন। অভিনেত্রী এই পরিস্থিতি থেকে তাকে বের করে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তিনি বুঝতে পারলেন তার ভবিষ্যৎ সঞ্জয় দত্তের সাথে নয় এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

Image

আসলে তিনি হলেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী টিনা মুনিম (Tina Munim), যিনি ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানিকে (Anil Ambani) বিয়ে করেন। একসময় অনিল আম্বানিও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন।

Image

১৯৯১ সালে টিনাকে শেষবারের মত ‘জিগারওয়ালা’ ছবিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা যায়।অভিনেত্রী অনিল আম্বানিকে বিয়ে করার পর বলিউডকে বিদায় জানিয়ে দেন। সূত্র মারফত জানা যায় যে, আম্বানি পরিবারের লোকজনের অপছন্দ ছিল যে তাদের পুত্রবধূ চলচ্চিত্রে কাজ করুক।

Image

এ জন্যই তিনি সিনেমা জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। কয়েক বছর আগে, টিনা আম্বানি একটি শোতে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছিলেন। সেখানেই তিনি জানান, ‘তিনিও বহুবার অনুভব করেছিলেন যে তিনি একটু তাড়াতাড়িই বিনোদন জগত ছেড়েছিলেন।’

Image

অনিল-টিনার দুই ছেলে জয় আনমোল এবং জয় অংশুল। মন দিয়ে সংসার করছেন টিনা। জীবনের উত্থানপতনে আদর্শ অর্ধাঙ্গিনীর মতোই স্বামী অনিলের পাশে থেকেছেন টিনা। তারা দেশের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। রূপের জোরেই টিনা আজ ভারতবর্ষের সবচেয়ে ধনী পরিবারের মালকিন।