শিখর ধাওয়ানের নামে যে ১০টি রেকর্ড রয়েছে, তা অনেকেরই ধরাছোঁয়ার বাইরে

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় তরুণ দলের নতুন অধিনায়ক হয়েছেন শিখর ধাওয়ান। প্রায় এক দশক ধরে ভারতীয় দলের ওপেনিং এর দায়িত্ব সামলাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। রোহিত শর্মার সাথে জুটি বেঁধে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। 

আজকের প্রতিবেদনে রয়েছে, শিখর ধাওয়ানের নামে যে ১০টি রেকর্ড রয়েছে, তা এখনো পর্যন্ত কোন ভারতীয় ব্যাটসম্যানের পক্ষে ভাঙ্গা সম্ভব হয়নি। এবার জেনে নেওয়া যাক:-

১) শিখর ধাওয়ান অভিষেক টেস্টে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১৭৪ বলে ১৮৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

Aakash Chopra: What's Shikhar Dhawan's problem?

২) ২০১৫ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটসম্যান ছিলেন শিখর ধাওয়ান, যিনি ৮ ম্যাচে ৪১২ রান করেন।

৩) বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি ২০১৩ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুইবার গোল্ডেন ব্যাট অর্জন করেছেন ও সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানও ছিলেন।

৪) একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শিখর ধাওয়ান তার ১০০ তম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

Shikhar Dhawan asks people to spot something Harbhajan Singh highlights his  'Tind'

৫) নিজের ১০০ তম ওয়ানডে ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৪,৩০৯ রান করেছেন।

৬) আইসিসির চ্যাম্পিয়নশীপ ট্রফিতে সর্বোচ্চ রান (৩৩৮ রান) সংগ্রহকারী ও সেঞ্চুরি করা ব্যাটসম্যান তিনিই।

৭) একমাত্র ভারতীয় ব্যাটসম্যান কোনো একটি টেস্ট ম্যাচের প্রথম দিনের লাঞ্চের আগেই সেঞ্চুরি হাঁকিয়েছেন।

৮) আইপিএলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে শিখর ধাওয়ানের পরপর দুটি সেঞ্চুরি রয়েছে।

Shikhar Dhawan Creates Record For Most Half Centuries in IPL History

৯) শিখর ধাওয়ান আইপিএলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৬০০-র অধিক বাউন্ডারি হাঁকিয়েছেন, তার ধারে পাশে কেউ নেই। (৬৩৪টি)

১০) আইপিএলে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক ৪৪টি হাফসেঞ্চুরি নিজের নামে করেছেন শিখর ধাওয়ান।