ব্যাটিং পজিশন অনুযায়ী টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন এই ১০ ব্যাটসম্যান

ক্রিকেটের অন্যতম সেরা ফরম্যাট বলা হয় টেস্টকে। এই খেলায় যে কোন পজিশনে ব্যাটসম্যান বড় রানের ইনিংস খেলতে সক্ষম। তবে আজকের প্রতিবেদনের রয়েছে, টেস্ট ক্রিকেটে ওপেনিং থেকে ১০ নম্বর পজিশনে ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। চলুন দেখে নেয়া যাক-

ওপেনিং) ম্যাথু হেডেন: ৩৮০ রান  

On This Day: Matthew Hayden's eighth Test century
২০০৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ওপেনিং পজিশনে সর্বোচ্চ ৩৮০ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বাঁহাতি ব্যাটসম্যান ম্যাথু হেডেন। 

৩) ব্রায়ান লারা: ৪০০* রান 

On this day, April 12, 2004: Brian Lara scores world-record 400 ...

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩ নম্বরে ব্যাট করতে নেমে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ৪০০ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ব্রায়ান লারা। 

৪) মাহেলা জয়াবর্ধনে: ৩৭৪ রান

Jayawardene announces retirement from Test cricket - Sports News
২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৪ নম্বরে ব্যাট করতে নেমে এই পজিশনে সর্বোচ্চ ৩৭৪ রানের ইনিংসটি খেলেছিলেন শ্রীলংকার প্রাক্তন ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। 

৫) মাইকেল ক্লার্ক: ৩২৯ রান

Michael Clarke celebrates his century in the second Ashes Test - ABC News (Australian Broadcasting Corporation)
২০১২ সালের ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ৫ নম্বরে ব্যাট করতে নেমে এই পজিশনে সর্বোচ্চ ৩২৯ রানের ইনিংস খেলেছিলেন।

৬) বেন স্টোকস: ২৫৮ রান  

Ben Stokes' history-making knock gives England control in South ...
২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ৬ নম্বরে ব্যাট করতে নেমে এই পজিশনে সর্বোচ্চ ২৫৮ রানের ইনিংস খেলেছিলেন।

৭) ডন ব্র্যাডম্যান: ২৭০ রান 

On This Day, Sir Donald Bradman Was Dismissed For A Duck In His Final Innings For Australia
ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ১৯৩৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করতে নেমে এই পজিশনে সর্বোচ্চ ২৭০ রানের ইনিংস খেলেছিলেন। 

৮) ওয়াসিম আক্রম: ২৫৭* রান 

wasim-akram (1) - The Cricket Lounge
১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তানের বোলার ওয়াসিম আক্রম ৮ নম্বরে ব্যাট করতে নেমে এই পজিশনে সর্বোচ্চ ২৫৭* রানের অপরাজিত ইনিংস খেলেন।

৯) ইয়ান স্মিথ: ১৭৩ রান 

22 February 1990: When Smith Set a World Record While Batting at No.9

১৯৯০ সালে নিউজিল্যান্ডের উইকেট-রক্ষক ইয়ান স্মিথ ভারতের বিরুদ্ধে ৯ নম্বরে ব্যাট করতে নেমে এই পজিশনে সর্বোচ্চ ১৭৩ রানের ইনিংস খেলেছিলেন। 

১০) ওয়াল্টার রিড: ১১৭ রান  

Image

১৮৮৪ সালে ইংল্যান্ডের বোলার ওয়াল্টার রিড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ নম্বরে ব্যাট করতে নেমে এই পজিশনে সর্বোচ্চ ১১৭ রানের ইনিংস খেলেন।

১১) অ্যাষ্টন আগার: ৯৮ রান 

Ashes 2013: Ashton Agar stuns England with debut 98 for Australia ...
২০১৩ সালে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাষ্টন আগার ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ নম্বরে ব্যাট করতে নেমে এই পজিশনে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেছিলেন।