GK : ভারতীয় নোটে গান্ধীজীর ছবি ছাপা হলো কেন? জানলে অবাক হবেন

যে কারণে গান্ধীজীর ছবি ছাপা হলো ভারতীয় নোটে

General Knowledge Quiz : এমন কোন সরকারি দপ্তর নেই যেখানে গান্ধীজীর ছবি খুঁজে পাওয়া যাবে না। এমনকি মানিব্যাগের মধ্যেও খুঁজে পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন যে অশোক স্তম্ভের বদলে ভারতীয় নোটে গান্ধীজীর ছবি ছাপা হলো কেন? আপনি যদি এই প্রশ্নের উত্তর না জানেন তাহলে এমনই কয়েকটি আকর্ষণীয় প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ ‘ছত্রপতি’ শিবাজীর রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ পুরন্দর নামক জায়গায় শিবাজীর রাজ্যাভিষেক হয়েছিল।

২) প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তরঃ হলদিঘাটির যুদ্ধ ১৫৭৬ সালে মেওয়ারের রানা মহারানা প্রতাপ এবং মুঘল শাসক আকবরের মধ্যে সংঘটিত হয়েছিল।

৩) প্রশ্নঃ ‘ব্রেক বোন ফিভার’ এর অপর নাম কী?
উত্তরঃ ডেঙ্গুকে ‘ব্রেক বোন ফিভার’ বলা হয়, কারণ মানুষের যখন এই রোগ হয় তখন মনে হয় প্রচন্ড যন্ত্রণায় হাড় ভেঙে যাচ্ছে, তাই এমনই নামকরণ করা হয়েছে।

৪) প্রশ্নঃ বাঙ্গালীদের মধ্যে প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ কে লিখেছিলেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

৫) প্রশ্নঃ পক প্রণালী ভারত ও কোন দেশকে বিচ্ছিন্ন করেছে?
উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী।

Image

৬) প্রশ্নঃ ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুকে কোন ঘটনায় জড়িত হওয়ার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ লাহোর ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার কারণে ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়।

৭) প্রশ্নঃ ‘No Spin’ এই আত্মজীবনী কোন কিংবদন্তি ক্রিকেটারের?
উত্তরঃ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন-র আত্মজীবনীর নাম ‘No Spin’।

৮) প্রশ্নঃ বিশ্বের প্রথম হিন্দিভাষী রোবটের নাম কী?
উত্তরঃ রশ্মি হচ্ছে বিশ্বের প্রথম হিন্দি ভাষার নাম।

৯) প্রশ্নঃ উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায়?
উত্তরঃ জাফরান পাওয়া যায় উদ্ভিদের গর্ভমুণ্ড থেকে।

Image

১০) প্রশ্নঃ ভারতীয় নোটে গান্ধীজীর ছবি ছাপা হলো কেন?
উত্তরঃ ১৯৬৯ সালে প্রথমবার অশোকস্তম্ভের বদলে টাকায় এল গান্ধীজির ছবি। আসলে, নকল নোটের সম্ভাবনা কমাতেই নোটে কোনও ব্যক্তির ছবি রাখার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। কারণ জড় বস্তু তুলনায় জীবন্ত কারও ছবি নকল করা কঠিন।