বলুন তো ছবিতে থাকা এই যুবকটির নাম কী হতে পারে? মাত্র ১% মানুষই বলতে পেরেছেন

৯৯% মানুষ বলতে ব্যর্থ হয়েছেন ছবিতে থাকা এই যুবকটির নাম বলতে

Brain Teaser: আজকাল ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মের ধাঁধার ছবিগুলি ভাইরাল হতে দেখা যায়। অনেকে আবার একঘেয়েমি দূর করতে এ জাতীয় ধাঁধাগুলি সমাধান করতে বেশ পছন্দও করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হন। এর পাশাপাশি আইকিউ লেভেল পরীক্ষা করার একটি ভালো উপায়ও। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে।

ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একটি যুবকের পাশে দুটি সাংকেতিক চিহ্ন আছে। একটি ১০০০ সংখ্যা এবং তার নিচেই রয়েছে একটি ক্যাপসুল। এবার এই দুটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা যুবকটির নাম কী হবে? ইতিমধ্যেই যদি আপনি যুবকটির নাম অনুমান করতে পারেন, তাহলে আপনার মস্তিষ্ক খুবই দ্রুত চলে।

দাবি করা হয়েছে যে, এই ছবিতে থাকা যুবকটির নাম বলতে কেবল ১ শতাংশ মানুষই সক্ষম হবেন। তাই অনেকে বহু চেষ্টা করার পরও রহস্য বুঝতে পারেননি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু এদিকে যারা যুবকটির নাম বলতে সক্ষম হয়েছেন তারা সত্যি কারের জিনিয়াস। সুতরাং তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়।

কিন্তু আপনার ক্ষেত্রে যদি এখনো যুবকটি নাম বুঝে ওঠা কঠিন বলে মনে হয়, তাহলে চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। যুবকটির পাশে ইংরেজির 1000 সংখ্যা রয়েছে যাকে ‘K’ হিসেবেও চিহ্নিত করা যায়। আর নিচে একটি ক্যাপসুল যাকে ‘পিল’ বলা হয়। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন?

তবে এখনো যারা বুঝতে পারেননি, তাদের জন্য বুঝিয়ে দেওয়া হল। ‘K’ অর্থাৎ ক+পিল= কপিল। সুতরাং যুবকটি নাম হবে ‘কপিল’। ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়কেরও নাম কপিল। মনোবিজ্ঞানীদের মতে, আপনি যত কঠিন ধাঁধাঁ সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। এগুলি আপনার বুদ্ধির প্রতিফলনকে তুলে ধরার চেষ্টা করে।