সূর্যকুমার যাদব বেছে নিলেন তার পছন্দের আইপিএল একাদশ, তালিকায় নেই ধোনি

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে যোগদান করে তারকা ক্রিকেটার হয়ে ওঠেন সূর্যকুমার যাদব। পরবর্তীকালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টপ অর্ডারে ব্যাট করেন এবং তার দুরন্ত পারফরম্যান্সের জন্যই জাতীয় দলে সুযোগ পান। 

Will be starting from scratch in Sri Lanka series: Suryakumar Yadav | Cricket News – India TV

এদিন ক্রিকবাজ ওয়েবসাইটে কথোপকথনের মাধ্যমে সূর্যকুমার যাদব তার পছন্দের আইপিএল একাদশকে বেছে নিয়েছেন। বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এবং এই দলেরই ৪ জন ক্রিকেটার রয়েছেন তার পছন্দের আইপিএল একাদশে। 

তবে আশ্চর্যের বিষয় হলো আইপিএলের কয়েকজন জনপ্রিয় খেলোয়াড় তার দলে অন্তর্ভুক্ত হতে পারেনি। মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, সুরেশ রায়নার মতো বিখ্যাত তারকাদের তার একাদশে জায়গা হয়নি। 

PBKS vs CSK: "Makes Me Feel Very Old," Says MS Dhoni After Win In His 200th Match For Chennai Super Kings | Cricket News

সূর্যকুমার যাদব তার পছন্দের আইপিএল একাদশে ওপেনার হিসেবে মুম্বাই-র অধিনায়ক রোহিত শর্মা ও ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোস বাটলারকে বেছে নিয়েছেন। এরপর ৩ নম্বরে ভারত অধিনায়ক বিরাট কোহলি আর ৪ নম্বরে সূর্যকুমার নিজেকেই তার দলে অন্তর্ভুক্ত করেছেন। 

Virat Kohli, AB de Villiers pick combined India-South Africa ODI XI; MS Dhoni named captain - myKhel

মিডল অর্ডারে ৫ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। সূর্যকুমার তার একাদশে তিনজন অলরাউন্ডার রেখেছেন — হার্দিক পান্ডিয়া, আন্দ্রে রাসেল ও রবীন্দ্র জাদেজা।

Fans blast Sanjay Manjrekar on Twitter for remarks over Hardik Pandya and Ravindra Jadeja

একমাত্র স্পিনার হিসেবে বেছে নিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানকে। এরপর দুই শীর্ষস্থানীয় ভারতীয় ফাস্ট বোলার হিসেবে রয়েছেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

👉🏻 সূর্যকুমার যাদবের পছন্দের সেরা আইপিএল একাদশ:

জোস বাটলার (উইকেট-রক্ষক), রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, এবি ডি ভিলিয়ার্স, হার্ডিক পন্ডিয়া, আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি