মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড থেকে লাগাতার ফোন আসত, পাল্টা জবাবে কী বলেছিলেন সুনীল শেট্টি?

সুনীল শেট্টি কীভাবে আন্ডারওয়ার্ল্ড থেকে আসা ফোনের জবাব দিতেন?

Sunil Shetty: বলিউডের (Bollywood) অ্যাকশন হিরোদের কথা বললে সুনীল শেট্টিরও প্রসঙ্গ উঠে আসে। অক্ষয় কুমারের (Akshay Kumar) সাথে জুটি বেঁধে তিনি একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। অ্যাকশন হিরোর পাশাপাশি ‘হেরা ফেরির’ মতো কমেডি চরিত্রে অভিনয় করেও নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন। যাইহোক সুনীল শেট্টির বলিউড সফর এত সহজ ছিল না। তার কাছে প্রায়ই আন্ডারওয়ার্ল্ড (underworld) থেকে ফোনে হুমকি আসত।

৯০ এর দশকের মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের আঁতুড়ঘর ছিল। সেই সময় প্রাণ হারিয়েছিলেন টি-সিরিজের (T-series) কর্ণধার গুলশন কুমার (Gulshan Kumar)। এর পাশাপাশি বিভিন্ন তারকাদেরকে ফোনে হুমকি দেওয়া হতো। এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা সুনীল শেট্টি। তিনিও নাকি অন্যান্যদের মতোই একটা সময় হামেশাই ফোন পেতেন আন্ডারওয়ার্ল্ড থেকে।

তবে তিনিও কম যান না। এর জবাব তিনি দিতে জানতেন। সুনীল শেট্টি কথায়, “ওরা বুনো ওল হলে, তিনিও বাঘা তেঁতুল।” একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সেই সময় মুম্বাইয়ে আন্ডারওয়ার্ল্ডদের খুবই বাড়বাড়ন্ত ছিল। আমার কাছে ফোন আসতো এবং এটা করব সেটা করব বলে হুমকি দেওয়া হতো। তখন আমি পাল্টা গালাগালি দিতে শুরু করি।

এ বিষয়ে পুলিশকে জানানো হলে, তারাও ভয় পেয়ে বলেছিল, আপনি পাগল নাকি, এমন কিছু করবেন না, ওরা যা কিছু করে বসতে পারে। সম্প্রতি ওই সাক্ষাৎকারে সুনীল শেট্টি জানিয়েছিলেন, তিনিও রক্ষণশীল পরিবারের ছেলে। তার বড় হয়ে ওঠা নিপানশিয়া রোডে। সেই এলাকাটি কুখ্যাত না হলেও, গ্যাংস্টারদের প্রভাব ভালই ছিল।

ওই এলাকা থেকেই মুম্বাইয়ের বেশকিছু গ্যাং উঠে এসেছিল বলে জানিয়েছেন। এই এলাকার একটা ইতিহাস আছে। ব্যবসার জন্য দুর্দান্ত হলেও সুনীল শেট্টি তার দুই সন্তান আথিয়া ও অহনার কথা ভেবেই সেই জায়গা ছেড়ে চলে আসেন। যদিও এই মুহূর্তে তার ছবির সংখ্যা কমেছে তবে বেশ কিছু ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।