GK প্রশ্ন: এমন কোন জিনিস লবণের চেয়ে লবণাক্ত, মধুর চেয়েও মিষ্টি এবং নিমের চেয়ে তেঁতো?

লবনের চেয়ে লবণাক্ত, মধুর চেয়ে মিষ্টি এবং নিমের চেয়ে তেঁতো, সেটা কী?

General Knowledge প্রশ্ন: একজন প্রার্থীর উপস্থিত বুদ্ধি থাকা খুবই প্রয়োজন কারণ ইন্টারভিউ চলাকালীন সবসময়ই সাধারণ জ্ঞানের ভিত্তিতেই প্রশ্ন করা হয় না, কখনো কখনো তারা এমন কিছু উদ্ভট প্রশ্ন করেন যার উত্তর বইতে পাওয়া যায় না, তবে ঠান্ডা মাথায় চিন্তা করলেই উত্তর বেরিয়ে আসে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা আপনাকে অনেক সাহায্য করতে পারে।

১) প্রশ্নঃ কোন গ্যাসের কারণে ফ্রিজের জল ঠান্ডা থাকে?
উত্তরঃ অ্যামোনিয়া গ্যাসের কারণে ফ্রিজের জল ঠান্ডা থাকে।

২) প্রশ্নঃ মৃত্যুর পরেও মানুষের কোন অঙ্গ বৃদ্ধি পায়?
উত্তরঃ নখ।

৩) প্রশ্নঃ এমন কি জিনিস যা যত বাড়ে, তত কম হয়?
উত্তরঃ একটি মোমবাতি যত বেশি জ্বলবে তত ছোট হয়ে আসবে।

৪) প্রশ্নঃ আগ্রার আগে তাজমহল (Taj Mahal) কোথায় নির্মিত হওয়ার কথা ছিল?
উত্তরঃ মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায়।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে পরিষ্কার জলের হ্রদ রয়েছে?
উত্তরঃ নিউজিল্যান্ড (New Zealand)।

৬) প্রশ্নঃ কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উত্তরঃ সুইজারল্যান্ড (Switzerland)।

৭) প্রশ্নঃ অর্ধেক আপেল দেখতে কেমন?
উত্তরঃ অর্ধেক আপেলের মত।

৮) প্রশ্নঃ কোন সবজি খেলে রক্ত বিশুদ্ধ হয়?
উত্তরঃ করলা।

৯) প্রশ্নঃ আপনি প্রাতরাশের জন্য কি খেতে পারবেন না?
উত্তরঃ ডিনার।

১০) প্রশ্নঃ ভারতের কোন কোন রাজ্যে লাল চন্দন (Red Sandalwood) পাওয়া যায়?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক।

১১) প্রশ্নঃ টুইটারের লোগোতে যে পাখিটি দেখা যায়, তার নাম কি?
উত্তরঃ ল্যারি (Larry)।

১২) প্রশ্নঃ মহাভারতের (Mahabharata) যোদ্ধা অর্জুনের ধনুকের নাম কি ছিল?
উত্তরঃ গাণ্ডীব।

১৩) প্রশ্নঃ শ্রীকৃষ্ণের (Shri Krishna) রথের নাম কী ছিল?
উত্তরঃ সারথি।

১৪) প্রশ্নঃ অর্জুন পুরস্কার (Arjuna Award) প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে?
উত্তরঃ মীরাবাই চানুকে ১৯৯৪ সালে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস লবনের চেয়ে লবণাক্ত, মধুর চেয়ে মিষ্টি এবং নিমের চেয়ে তেঁতো?
উত্তরঃ এরকম কোন কিছুই হয় না (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।