স্টানিং ছক্কা! হালকা ফ্লিক করে অসাধারণ ছক্কা মারলেন কে.এল. রাহুল

গতকাল ভারত বনাম নিউজিল্যান্ড অকল্যান্ডে মুখোমুখি হয়েছিল ৫ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে। নিউজিল্যান্ড-ভারত পরাজিত করে ৬ উইকেটে ১ ওভার বাকি থাকতেই। এদিন বিরাট কোহলি প্রথমে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের সাদামাটা বোলিংয়ে কিউই দল নির্ধারিত কুড়ি ওভারে ২০২ রান সংগ্রহ করে।

Image

জবাবে ভারত ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। শুরুতেই রোহিত শর্মা আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়েন। অধিনায়ক বিরাট কোহলি ৪৫ এবং কে এল রাহুল করেন ৫৬ রান। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ার (৫৮*) এর দুর্ধর্ষ ব্যাটিংয়ের জেরে ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এক ওভার বাকি থাকতেই।

ভারতীয় ইনিংসে পঞ্চম ওভারে কে.এল. রাহুল কিউই পেসার টিম সাউদিকে হালকা ফ্লিক করে গ্যালারির মধ্যে বলটিকে ফেলে দেন। রাহুলের শটটি ভারতের কিংবদন্তি উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শটের সাথে তুলনা করা হয়েছিল। এরপর নিউজিল্যান্ডের স্পিনার ইস সোধির বলে আউট হয়ে ফিরে যান। রাহুলের ৫৬ রানের ইনিংসে সাজানো ছিল তিনটি ছক্কা এবং চারটি চার।

দেখুন ভিডিও:

https://youtu.be/UV1gt3Rh1CA