আজ থেকে প্লাস্টিক ব্যবহার বন্ধ! জানুন কোন কোন জিনিসের উপর জারি হলো নিষেধাজ্ঞা

২০১৪ সালে বিজেপি সরকার ক্ষমতায় এলে নরেন্দ্র মোদী প্রথম স্বচ্ছ ভারত অভিযান এর সূচনা করেন। আর তখনই বলেছিলেন যেদিন আমরা ১৫০তম গান্ধী জয়ন্তী পালন করব দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলবো। সেই অর্থেই প্লাস্টিক জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করে দিল কেন্দ্রীয় সরকার। দূষণের মাত্রা অধিক হওয়ার মূল কারণ হলো প্লাস্টিক। প্লাস্টিক বন্ধ হয়ে গেলে দূষণের মাত্রা অনেক কমে যাবে জানা গিয়েছে।

Image result for PM Modi

দেশবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর দেখার জন্য গান্ধীজী যে স্বপ্ন দেখেছিলেন তা হয়তো পূরণ করতে পারেননি সেই স্বপ্নকে পূরণ করার জন্যই নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করার পরেই। আজ সারা ভারতে পালিত হচ্ছে গান্ধীজীর জন্মজয়ন্তী। তাই কেন্দ্রীয় সরকার এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন প্লাস্টিক পণ্যের  উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। আগামী ৩ বছরের মধ্যে অর্থাৎ ২০২২ সালের মধ্যে ভারতকে প্লাস্টিক মুক্ত দেশ করার অসাধারণ পদক্ষেপ নিয়েছেন।

Image result for swachh Bharat Abhiyan

 

তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্লাস্টিক পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে:-

১) প্লাস্টিকের পতাকা লজেন্সের মোড়ক এবং প্লাস্টিকের বেলুনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২) প্লাস্টিকের গৃহস্থালির কয়েকটি জিনিস নিষেধাজ্ঞা করা হয়েছে যেমন প্লাস্টিকের চামচ গ্লাস এবং বাটি।

Related image

৩) ১৫০ মিলিলিটারের অথবা পাঁচ গ্রামের কম পুরু প্লাস্টিক পাত্রের এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪) প্লাস্টিকের ২০০ মিলিলিটালের কম জল এবং অন্যান্য সফট ড্রিঙ্কের বোতলকে উপরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ চালু ATM এ টাকা তোলার নতুন নিয়ম

৫) ৫০ মাইক্রোনেট কম পুরু প্লাস্টিক ব্যান করে দেওয়া হলো।
৬) আমরা কানের ময়লা বের করতে যে প্লাস্টিকের ইয়ার বাডস ব্যবহার করি সেটিও নিষিদ্ধ করে দেওয়া হল।

৭) এছাড়াও চা-কফি কিংবা আইসক্রিমের প্লাস্টিকের কাপ গুলি বাতিল করে দেওয়া হলো সেই সাথে প্লাস্টিকের মোড়কগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৮) প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র ছাড়াও থার্মোকলের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। যেমন থার্মোকলের বিভিন্ন গৃহস্থালির জিনিসপত্র গুলি (থালা, বাটি, গ্লাস)।

 

আরও পড়ুনঃ দূর্গা মুর্তি বানাতে পতিতালয়ের মাটি লাগে কেন জানে?

পরিবেশকে দূষণমুক্ত করতে চাইলে প্লাস্টিক পরিবেশ থেকে সম্পূর্ণভাবে তুলে নেওয়া উচিত। যদিও সরকার প্লাস্টিক কারখানার মালিকদের কথা ভেবে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেনি। তবে আগামী ২০২২ সালের মধ্যে ভারতকে প্লাস্টিক মুক্ত দেশ করার স্বপ্ন দেখেছেন মোদি সরকার।