ATM ঘরের লাইনে দাঁড়িয়েও আপনার ব্যাঙ্ক ফাঁকা হয়ে যেতে পারে, এ বিষয়ে সাবধান হোন!

ATM Scam: আজকাল ব্যাঙ্কে গিয়ে টাকা তোলার ঝঞ্ঝাট বা ভিড় এড়ানোর জন্য অধিকাংশ মানুষ এটিএম কার্ড ব্যবহার করেন। এটিএম কার্ড ব্যবহার করার যেমন সুবিধা তেমনি পদে পদে বিপদও রয়েছে। আপনার কিছু অসাবধানতার কারণে ব্যাঙ্কের সমস্ত টাকা ফাঁকা হয়ে যেতে পারে। এমনকি এটিএম ঘরের লাইনে দাঁড়িয়েও এই সমস্যায় পড়তে পারেন।

আজকাল চারিদিকে জালিয়াতির কারবার এতটাই বেড়ে গেছে যে, আপনি অজান্তেই সেই ফাঁদে পড়তে পারেন। আপনার ব্যাঙ্কে মোটা টাকা থাকুক বা অল্প, এটিএম কার্ডকে এমনভাবে ব্যবহার করুন যাতে অন্য কারও নজরে না পড়ে। এবার নিশ্চয়ই ভাবছেন এটিএম ঘরের লাইনে দাঁড়ালেও আপনি জালিয়াতির শিকার হবেন কীভাবে? হ্যাঁ! এটাও সম্ভব।

Image

আজকাল এটিএমগুলোতে লম্বা ভিড় দেখা যায়। একের পর এক টাকা তোলেন এবং বেরিয়ে যান। আপনি নিশ্চয় লক্ষ্য করবেন, অনেকেই আবার লাইনে দাঁড়িয়ে থাকার সময় এটিএম কার্ড বের করে হাতে রাখেন। আর জালিয়াতিদের বেশিরভাগ সময় এটিএম ঘরের আশেপাশে দেখা যায়। তাদের সবসময় নজর থাকে আপনার এটিএম কার্ডের উপর।

এবার যদি ওই জালিয়াতিরা আপনার এটিএম কার্ডের সংখ্যা, ভ্যালিডিটি ডেট এবং কার্ডের উল্টোদিকে ৩ ডিজিটের সিকিউরিটি সংখ্যা যাবতীয় তথ্যগুলি নোট করে কিংবা ছবি তুলে নেয়, তাহলে একবার ভাবুন কী হতে পারে! এর ফলে তারা সহজেই আপনার এটিএম কার্ডের সমস্ত এক্সেস পেয়ে যাবে এবং তারা অনলাইনে কেনাকাটির ক্ষেত্রে ওই এটিএম কার্ডটি ব্যবহার করতে পারবে।

Image

তাই আপনার যদি এটিএম লাইনে দাঁড়িয়ে আগে থেকেই কার্ড বের করে রাখার অভ্যাস থাকে তাহলে আজই বন্ধ করুন এবং অন্যদেরও সচেতন করুন। আজকাল আর্থিক বিষয়ে জালিয়াতি করার নিত্য নতুন কৌশলে অনেকেই ফাঁদে পড়েন। তবে কখনো এই ধরনের সমস্যায় পড়লে আপনি সাথে সাথে ওই ব্যাঙ্কের সংশ্লিষ্ট অফিসিয়াল নম্বরে ফোন করে এটিএম কার্ডটি ব্লক করুন।