বাড়ির নাম রেখেছেন ‘রামায়ণ’, কিন্তু রামায়ণ সম্পর্কিত একটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারেননি সোনাক্ষী

রামায়ণ সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে না পারায় ট্রলড হয়েছিলেন সোনাক্ষী

Sonakshi Sinha: বলিউডের ‘দাবাং গার্ল’ (Dabangg Girl) হিসেবে পরিচিত সোনাক্ষী সিনহা। তার আর নতুন করে পরিচয়ের কিছু নেই। বিহারের রাজধানী পাটনায় ১৯৮৭ সালে ২রা জুন অর্থাৎ আজকের দিনে জন্মেছিলেন তিনি। কিন্তু অভিনেত্রী তার বাবা শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) মতো চলচ্চিত্রে কাজ করতে চাননি। তবে স্টার কিড হওয়ার কারণে তাকে একবার খারাপ ভাবে ট্রল হতে হয়েছিল।

অভিনেত্রী সোনাক্ষী সিনহার কলেজের দিনগুলিতে তার ওজন ছিল ৯০ কেজি। তবে চলচ্চিত্র জগতের পা রাখার আগে তিনি তার ওজন ৩০ কেজি কমিয়ে আনেন। ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবির মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন আর এই ছবির জন্য সোনাক্ষীকে বলিউডের ‘দাবাং গার্ল’ বলা হয়।

অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার চলচ্চিত্র জগতের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্কে জড়িয়েছেন আবার কখনো কখনো চরম সমালোচনার মুখোমুখি হয়েছেন। আসলে তার বক্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় প্রায় ট্রল হোন তিনি। তেমন একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় খুবই খারাপ ভাবে ট্রলড হয়েছিলেন তিনি।

আসলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সোনাক্ষী। সেই সময় অমিতাভ বচ্চন সোনাক্ষীকে ‘রামায়ন’ নিয়ে খুবই সহজ প্রশ্ন করেছিলেন। অমিতাভের প্রশ্ন ছিল, ‘রামায়ণ অনুসারে হনুমানজি কার জন্য সঞ্জীবনী বুটি এনেছিলেন?’ এই প্রশ্নের উত্তর দিতে লাইফ লাইনের সাহায্য নেন সোনাক্ষী সিনহা।

সোনাক্ষীর এই পদক্ষেপে অবাক হন অমিতাভ বচ্চনও। তিনি বলেন, ‘তোমার বাড়ির নাম রামায়ণ (Ramayana)। তোমার পিতার নাম শত্রুঘ্ন এবং ভাইদের নাম লব-কুশ। সেইসময় সোনাক্ষী হাসি চেপে রাখতে পারেনি। আর এই শোয়ের পর সোশ্যাল মিডিয়ায় খুবই বাজেভাবে ট্রলড হন অভিনেত্রী। যাইহোক, এই প্রশ্নের উত্তরটা হল হনুমানজি রামের ভাই লক্ষণের জন্য সঞ্জীবনী বুটি আনতে গিয়েছিলেন।