ইন্টারভিউ প্রশ্ন: কোন জিনিসকে আমরা প্রতিদিন ১০০ বারের বেশি ওঠাই আর নামাই?

Interview Questions: চাকরির পরীক্ষায় লিখিতভাবে সফল হওয়ার পর সেই ব্যক্তিকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন, তারা সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন পাঠ্য বিষয়ের পাশাপাশি মানুষের জীবন সম্পর্কিত এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন, যাতে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেক সময় প্রার্থীরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্ন: ভারতে প্রথম গাড়ি কে কিনেছিলেন?
উত্তর: ভারতের প্রথম গাড়ি কিনেছিলেন জামশেদজি টাটা।

২) প্রশ্ন: কে সব সময় আসে কিন্তু কোনদিন কাছে এসে পৌঁছায় না?
উত্তর: আগামীকাল।

৩) প্রশ্ন: মেয়েদের উচ্চতা কত বছর পর্যন্ত বৃদ্ধি পায়?
উত্তর: মেয়েদের উচ্চতা ১৮ থেকে ২১ বছর বয়স পর্যন্ত বাড়ে।

৪) প্রশ্ন: কার জন্মদিন প্রতিবছর আসে না?
উত্তর: মানুষের জন্মদিন একটাই হয় বাকিগুলো হয় জন্মবার্ষিকী বা জন্মতিথি।

৫) প্রশ্ন: কোন সালকে সোজা অথবা উল্টো ভাবে যেভাবে লিখবেন সালটা একই থাকবে?
উত্তর: এরকম অনেক সাল আছে, তার মধ্যে একটি হলো ২০০২ সাল।

৬) প্রশ্ন: কোন ছাতা সবচেয়ে ছোট হয়?
উত্তর: ব্যাঙের ছাতা।

৭) প্রশ্ন: কী গরমে আপনার সাথে থাকে কিন্তু ঠান্ডাতে থাকে না?
উত্তর: ঘাম।

Image

৮) প্রশ্ন: কোন পাখি তার মাকে কখনো দেখতে পাই না?
উত্তর: কোকিল। কারণ সে অন্যের বাসায় ডিম পেড়ে উড়ে যায়।

৯) প্রশ্ন: আপনি কোন জিনিসকে হাত না লাগিয়েও আটকে রাখতে পারবেন?
উত্তর: নিঃশ্বাস প্রশ্বাস।

১০) প্রশ্ন: কী আমাদের সাথেই থাকে তাকে আমরা দেখতে পাই, কিন্তু ধরতে পারিনা?
উত্তর: ছায়া।

১১) প্রশ্ন: কোন জিনিস হসপিটাল এর বাইরে ফ্রিতে পাওয়া যায়, কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয়?
উত্তর: অক্সিজেন।

১২) প্রশ্ন: কোন জিনিস ডোবে কিন্তু কখনো ভেজে না?
উত্তর: সূর্য প্রতিদিন ডোবে কিন্তু ভেজে না।

১৩) প্রশ্ন: শীতকালে যার নেইকো মান, গ্রীষ্মকালে পায় সে সুসম্মান?
উত্তর: এয়ার কন্ডিশনার।

Image

১৪) প্রশ্ন: মানুষ নিজের গালে কখন চড় মারে?
উত্তর: মশা বসলে।

১৫) প্রশ্ন: কোন জিনিসকে আমরা প্রতিদিন ১০০ বারের বেশি ওঠাই আর নামাই?
উত্তর: আমাদের পা।