হোয়াটসঅ্যাপে দেখার আগেই মেসেজ ডিলিট? জানুন কীভাবে দেখবেন

Delete WhatsApp messages: দৈনন্দিন জীবনের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ খুবই জরুরী হয়ে উঠেছে। তাই এই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার একটি সকলেই ব্যবহার করেন। অনেক সময় ভুলবশত কেউ মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করে দেন, যা দেখার জন্য আমাদের কৌতূহল অনেক বেড়ে যায়, কিন্তু তা দেখতে পাই না। তবে প্রযুক্তির কল্যাণে এমনই অ্যাপ রয়েছে, যার মাধ্যমে সহজেই ডিলিট হওয়া মেসেজ আপনি দেখতে পারেন। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক…

ডিলিট হওয়া মেসেজ দেখার সবচেয়ে সহজ বিকল্প হল থার্ড পার্টি অ্যাপ এ সাহায্য নেওয়া। এজন্য আপনি গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট এর মত লিখে সার্চ করলে অ্যাপ খুঁজতে পারেন। তবে এর জন্য সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বা ভালো রেটিং পাওয়া কোন অ্যাপ ফোনে ইন্সটল করতে পারেন।

Image

এই ধরনের অ্যাপগুলি দাবি করে যে তারা আপনাকে ডিলিট হওয়া মেসেজ দেখাবে। এমনকি মুছে ফেলা ফটো বা ভিডিওগুলো আপনাকে দেখাবে। পাশাপাশি এই অ্যাপগুলি নিরাপদ বলেও দাবি করা হয়। আসলে এই অ্যাপগুলি আপনার ফোনে আসা নোটিফিকেশনের অ্যাক্সেস নেয়। তাই নোটিফিকেশনগুলি সেখানে সেভ হয়ে যায়। যদি আপনার প্রয়োজন পড়ে সেখানে গিয়ে মেসেজ দেখতে পারবেন।

WhatisRemoved+ নামের এই অ্যাপের মাধ্যমেই দেখতে পারবেন ডিলিট ফর অল করা মেসেজও। Google Play Store থেকে মিলবে এই অ্যাপ। তবে অ্যাপেলের অ্যাপ স্টোরে এটি নেই। অর্থাত্ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই ট্রিকটি কাজে লাগাতে পারবেন। অ্যাপটি ১০ মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করেছেন।

Image

Play Store থেকে WhatisRemoved+ ডাউনলোড করে ইনস্টল করুন। এরপর অ্যাপের ভিতরেই বিভিন্ন অপশন পাবেন। ফাইল- অর্থাত্ ছবি, ডকুমেন্ট, ভয়েস মেসেজ ডিলিটের আগেই সেভ হয়ে থাকবে কিনা, সেই অপশন পাবেন। আর এই অ্যাপের মাধ্যমেই কারও প্রেরিত ও আপনার দেখার আগেই ডিলিট করে দেওয়া মেসেজ দেখে নিতে পারবেন।