ইন্টারভিউ প্রশ্ন : এমন কোন জিনিস যা শুধুমাত্র পুরুষদেরই বৃদ্ধি পায় কিন্তু মহিলাদের পায় না?

পুরুষদের বৃদ্ধি পায় কিন্তু মহিলাদের পায় না, বলুন তো জিনিসটা কী?

Interview Questions : লিখিত পরীক্ষায় পাস করার পর যখন প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয় তখন তাদের এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যা শুনে তারা ঘাবড়ে যায়। তবে ঠান্ডা মাথায় একটু ভাবলে আপনিও উত্তর দিতে পারবেন। আসলে এই ধরনের প্রশ্ন করার উদ্দেশ্য হলো ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি কতটা তা যাচাইয়ের জন্য। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ গোরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত।

২) প্রশ্নঃ পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কোন জিনিসটি পাওয়া যায়?
উত্তরঃ পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন পাওয়া যায়।

৩) প্রশ্নঃ যমজদের ফিঙ্গারপ্রিন্ট কি আলাদা হয়?
উত্তরঃ হ্যাঁ, যমজদেরও ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ আলাদা হয়।

৪) প্রশ্নঃ কোন গর্ভবতী মহিলার পেটে থাকা সন্তানের সঙ্গে পৃথিবীর কোন প্রাণী কথা বলতে পারে?
উত্তরঃ প্রাণী জগতের মধ্যে একমাত্র ডলফিন গর্ভবতী মহিলার পেটে থাকার সন্তানের সঙ্গে কথা বলতে পারে।

৫) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গ কখনো বৃদ্ধি পাওয়া বন্ধ হয় না?
উত্তরঃ মানুষের নাক আর কান সবসময় বৃদ্ধি পেতে থাকে।

৬) প্রশ্নঃ এক কিলোমিটার রেললাইন বিছাতে কত টাকা খরচ হয়?
উত্তরঃ এক কিলোমিটার রেললাইন বিছাতে সরকারের প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হয়।

Image

৭) প্রশ্নঃ জানেন কোন প্রাণী তার চোখ খোলা রাখা অবস্থায় কোন কিছু গিলতে পারেনা?
উত্তরঃ আসলে ব্যাঙ তার চোখ খোলা রাখা অবস্থায় কোন কিছুই গিলতে পারে না।

৮) প্রশ্নঃ কোন মাছকে মাছের রাজা বলা হয়?
উত্তরঃ তিমি মাছকে মাছের রাজা বলা হয়।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা আছে?
উত্তরঃ গোয়া রাজ্যে মাত্র দুটি জেলা আছে, যথা – উত্তর গোয়া ও দক্ষিণ গোয়া।

Image

১০) প্রশ্নঃ এমন কোন জিনিস যা শুধুমাত্র পুরুষদেরই বৃদ্ধি পায় কিন্তু মহিলাদের পায় না?
উত্তরঃ আসলে পুরুষদের দাড়ি-গোঁফ বৃদ্ধি পায় কিন্তু মহিলাদের পায় না (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।