এমন কোন জিনিস যার সামনেটা ভগবানের তৈরি আর পিছনটা মানুষের তৈরি?

কি সেই জিনিস যার সামনেটা ভগবানের তৈরি আর পিছনটা মানুষে তৈরি?

Interview Questions: দেশের মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চপদস্থ কোন পদে চাকরি করার স্বপ্ন দেখে। এর জন্য দিনরাত পরিশ্রম করে লিখিত পরীক্ষায় সফল হওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেন। তবে লিখিত পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউ ক্লিয়ার করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এই সময় যারা ইন্টারভিউ নেন, তারা এমন কিছু উদ্ভট প্রশ্ন করে থাকেন যা শুনে অনেকেই অবাক হয়ে যান। তবে একটু ঠান্ডা মাথায় ভাবলে আপনিও উত্তর দিতে পারবেন..

১) প্রশ্নঃ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ISRO’ এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ব্যাঙ্গালোর।

২) প্রশ্নঃ ভারতবর্ষের কোন শহর ব্লু সিটি (Blue City) নামে পরিচিত?
উত্তরঃ যোধপুর।

৩) প্রশ্নঃ ভারতের কোন দুটি শহরকে যমজ শহর বলা হয়?
উত্তরঃ হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ।

৪) প্রশ্নঃ ভারতের আরবিআই গভর্নর (RBI Governor of India) কে?
উত্তরঃ শক্তিকান্ত দাস RBI-র ২৫তম গভর্নর।

৫) প্রশ্নঃ বিহারের রাজধানী পাটনা-র পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ পাটলিপুত্র (Patliputra)।

৬) প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা মাপতে কোন যন্ত্রের ব্যবহার হয়?
উত্তরঃ রিখটার স্কেল (Richter scale)।

৭) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
উত্তরঃ K² বা গডউইন অস্টিন।

৮) প্রশ্নঃ খেলাধুলায় শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার দেওয়া হয়?
উত্তরঃ অর্জুন পুরস্কার (Arjuna Award)।

৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশ নোবেল পুরস্কার (Nobel Prize) দেয়?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

১০) প্রশ্নঃ কোন ভারতীয় চলচ্চিত্র বিশেষ অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিল?
উত্তরঃ সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী (Pather Panchali)।

১১) প্রশ্নঃ চুন জলে মেশানোর পর কোন গ্যাস নির্গত হয়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড (Carbon dioxide)।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয়?
উত্তরঃ অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে প্রথম করোনা ভাইরাসের কেস পাওয়া গিয়েছিল?
উত্তরঃ কেরালা।

১৪) প্রশ্নঃ ‘সাতটি দ্বীপের শহর’ (city of seven islands) কাকে বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যার সামনেটা ভগবানের তৈরি আর পিছনটা মানুষের তৈরি?
উত্তরঃ প্রাণী দ্বারা চালিত কোনো গাড়ি। যেমন- গরুর গাড়ি।