বলুন তো ছবিতে থাকা এই মহিলাটির নাম কী হবে? কেবল ৫% মানুষই উত্তর দিতে পারবেন!

কী হবে ছবিতে থাকা এই মহিলার নাম, রইল বলার চ্যালেঞ্জ

ব্রেন টিজারের (Brain teaser) ছবিগুলি আকর্ষণীয় ও মজাদার হয়ে থাকে। এ জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু থাকে, যা আপনার ভাবনার চেয়েও সূক্ষ্ম। এছাড়া এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) পরীক্ষা করারও একটি ভালো উপায়। যাইহোক এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে, তেমনি একটি ছবি যেখানে আপনাকে বলতে হবে এই মহিলাটির নাম কী হবে?

ছবিতে আপনি একটি বিয়ের সাজে একজন নারীকে দেখতে পাচ্ছেন এবং তার পাশেই রয়েছে দুটি সাংকেতিক চিহ্ন। একটি লেডিস জুতো ও আরেকটি হলো হাতে কলম ধরে রয়েছে। এবার এই দুটি সাংকেতিক (symbols) চিহ্ন নির্ণয়ের মাধ্যমে বলতে হবে এই ছবিতে থাকা মহিলাটির নাম কী? তবে ইতিমধ্যেই যারা বুঝতে পেরেছেন তাদের বুদ্ধিদীপ্ত অন্যান্যদের তুলনায় বেশি।

দাবি করা হয়েছে, কেবল ৫ শতাংশ মানুষই রয়েছেন যারা এই ছবিটির সমাধান করে সঠিক উত্তর দিতে পারবেন। যদিও অনেকের ক্ষেত্রেই ছবিটি সমাধান বের করা খুবই কঠিন বলে মনে হয়েছে এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু এদিকে যারা ছবিটির সমাধান করে মেয়েটির নাম বলতে সক্ষম হয়েছেন, তাদের বুদ্ধি প্রশংসনীয় এবং তারা জিনিয়াস।

তবে আপনার ক্ষেত্রেও যদি এখনো মেয়েটির নাম বুঝে ওঠা কঠিন বলে মনে হয় তাহলে আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখুন। ছবিটিতে একটি লেডিস জুতো যার ইংরেজির অর্থ ‘Shoe’ (সু) এবং আরেকটি হাতে কলম দিয়ে লিখছেন অর্থাৎ লেখা। এই সাংকেতিক চিহ্ন দুটি মিলিয়ে হয় সু + লেখা= সুলেখা। সুতরাং মেয়েটির নাম হবে ‘সুলেখা’।

আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন এবং এর পাশাপাশি আপনার মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি আরো সক্রিয় হয়ে উঠবে, ফলে যেকোন সিদ্ধান্তকে সহজেই নিতে পারবেন। তবে আপনি কীভাবে সমাধান করবেন তা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এছাড়া এ ধাঁধাগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।