GK কুইজ: কোন দেশের নোটে ভগবান শ্রী রামের ছবি আছে?

ভগবান শ্রী রামের ছবি রয়েছে যে দেশগুলির নোটে?

General Knowledge Quiz: সাধারণ জ্ঞান এমনই এক বিষয় যা মানুষেরা পড়তে ও জানতে দুইই ভালোবাসে। এর মাধ্যমে দেশ-বিদেশের অনেক বিভিন্ন তথ্য জানা যায়। এর ফলে যে কোন পরীক্ষায় বা ইন্টারভিউতে অনেক সহায়ক হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি।

১) প্রশ্ন: ভারতের ‘ব্লু সিটি’ নামে পরিচিত কোন শহর?
ক) ছোটনাগপুর
খ) নাগপুর
গ) যোধপুর
ঘ) কানপুর
উত্তর: গ) যোধপুর (Jodhpur)
— গ্রীষ্মকালে এই শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে চলে যায়। নীল রঙকে সূর্যালোকের প্রতিফলক হিসাবে গণ্য করা হয়। তাই এই তত্ত্ব গুলিকে কাজে লাগিয়ে যোধপুর শহরের বাড়ির দেওয়ালে নীল রঙ করা। তাই যোধপুর ‘ব্লু সিটি’ নামে পরিচিত।

২) প্রশ্ন: খেলাধুলায় শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার দেওয়া হয়?
ক) পারমবীর চক্র
খ) অর্জুন পুরস্কার
গ) জ্ঞানপীঠ পুরস্কার
ঘ) দাদাসাহেব ফালকে পুরস্কার
উত্তর: খ) অর্জুন পুরস্কার (Arjuna Award)
— খেলাধুলায় অসামান্য কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ভারতের আরও অন্যান্য ক্রীড়া পুরস্কার রয়েছে। যথা- দ্রোণাচার্য পুরস্কার, মেজর ধ্যানচাঁদ পুরস্কার।

৩) প্রশ্ন: কোন ধাতুকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়?
ক) নিকেল
খ) তামা
গ) সোডিয়াম
ঘ) দস্তা
উত্তর: গ) সোডিয়াম (Sodium)
— সোডিয়াম একটি খুব নরম রূপালী-সাদা ধাতু। ১৮০৭ সালে স্যার হামফ্রি ডেভি প্রথম সোডিয়াম তৈরি করেন। এটি জলের চেয়ে হালকা, সোডিয়ামকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়।

৪) প্রশ্ন: কোন চলচ্চিত্রের জন্য অক্ষয় কুমার (Akshay Kumar) জাতীয় পুরস্কার জিতেছেন?
ক) মিশন মঙ্গল
খ) রক্ষা বন্ধন
গ) বেল বটন
ঘ) রুস্তম
উত্তর: ঘ) রুস্তম (Rustom)
— অক্ষয় কুমার তার চলচ্চিত্র ‘রুস্তম’ এর জন্য সেরা অভিনেতা হওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কার জিতেছেন।

Image

৫) প্রশ্ন: কোন দুটি দেশের নোটে ভগবান শ্রী রামের (Lord Sri Ram) ছবি আছে?
ক) নেদারল্যান্ডস ও আমেরিকা
খ) ফ্রান্স ও ব্রাজিল
গ) ইউক্রেন ও রাশিয়া
ঘ) মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
উত্তর: ক) নেদারল্যান্ডস ও আমেরিকা (Netherlands and America)
— রাম নামের কারেন্সি নোট ব্যবহার করা হচ্ছে নেদারল্যান্ডস ও আমেরিকায়। যদিও এই নোটগুলি সেখানে সরকারী মুদ্রা হিসাবে বিবেচিত হয় না, বরং এগুলি একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে ব্যবহার করা হয়, তবে এগুলি উভয় দেশেই প্রচলিত রয়েছে।