কলকাতার কোন কোন এলাকার রেড জোনের মধ্যে পড়ছে, ঘোষণা রাজ্য সরকারের

সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের মহামারী মোকাবিলায় লেগে রয়েছে। দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা এবং সেই সাথে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে প্রতিটি মানুষ এখন ঘরবন্দী হয়েছেন। করোনার হাত থেকে রক্ষা পায়নি আমাদের রাজ্যও।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের চারটি জেলাকে করোনা আক্রান্ত জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই জেলা গুলির মধ্যে হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর।

How coronavirus outbreak transformed West Bengal CM Mamata ...

রাজ্য সরকার করোনা আক্রান্ত এলাকা গুলির মধ্যে চারটি জোন এর তালিকা প্রকাশ করেছে। মিলিয়ে নিন আপনি ওই এলাকার বাসিন্দা কিনা –

∆ রেড জোন – ১

Trains to NACC/New Alipur (Kolkata) Station - 0 Arrivals ER ...

 

গার্ডেনরিচ, দেওয়ান বাগান, ফতেহপুর বেহালা এয়ারপোর্ট রোড, পনশ্রী, নয়াবাদ, নিউ আলিপুর, শহীদ স্মৃতি কলোনী, বাঘাযতীন, পাটুলি, আনন্দপুর রোড, মমিনপুর রোড, খিদিরপুর কলোনি, গঙ্গাধর ব্যানার্জি লেন, সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিসার্স কলোনী, চেতলা হাট রোড, নব রায় লেন, রহিম অাস্তাগার, আফতাব মসজিদ লেন, ওয়াটগঞ্জ

∆ রেড জোন – ২

Gariahat Road - Wikipedia

কমান্ড হাসপাতাল, আলিপুর রোড, পদ্মপুকুর রোড, গড়িয়াহাট, একডালিয়া রোড, বালিগঞ্জ প্লেস, বেলতলা রোড, এলগিন রোড, লেক এ্যাভেনিউ, রাজা নাথ চৌধুরী রোড, ব্রাইট স্ট্রিট, চিংড়িঘাটা, পার্ক সার্কাস, মতিঝিল বস্তি, রানী রাসমণি গার্ডেন লেন, আলিমুদ্দিন স্ট্রিট, নবাব আব্দুল লতিফ স্ট্রীট, কসাই পাড়া লেন পাক স্ট্রিট, হাতিবাগান রোড, পামের বাজার, বিবি গাঙ্গুলী স্ট্রিট, কানাল স্ট্রিট, মেডিকেল কলেজ

∆ রেড জোন – ৩

File:Maniktala Crossing - Kolkata 7342.JPG - Wikimedia Commons

বিসি রায় স্টুডেন্ট হোস্টেল, নীলমাধব সেন লেন, অভয় মিত্র স্ট্রিট, শ্যামপুকুর, বেলগাছিয়া রোড, টালা পার্ক এভিনিউ, পাইকপাড়া, রাজা মনীন্দ্র রোড, বেলগাছিয়া রোড, শচীন মিত্র লেন, বিধান সরণি, বাগবাজার, চিড়িয়ামোড়, কাশিপুর, শ্যামপুকুর, ভবনাথ সেন স্ট্রিট, মানিকতলা রোড, বিবেকানন্দ রোড, শ্যামবাজার, অরবিন্দ সরণি, মানিকতলা, জোড়াবাগান, বেনিয়াটোলা স্ট্রিট, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, সোনাগাছি লেন, জাকারিয়া স্ট্রিট।

∆ রেড জোন – ৪

Kolkata: Deserted Sealdah Railway Station during lockdown #Gallery ...

বিপিন বিহারী গাঙ্গুলী স্ট্রিট, শিয়ালদহ, স্কট লেন, আমহার্স্ট স্ট্রিট, কাইজার স্ট্রিট, সূর্যসেন স্ট্রিট, জগবন্ধু লেন, মুচিপাড়া, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, জোড়াসাঁকো, মার্কাস স্ট্রিট, পাথুরিয়াঘাটা, নারকেলডাঙ্গা, নিমতলা ঘাট স্ট্রিট, বড়বাজার, জৈন মন্দির, হরিরাম স্ট্রিট, বেলেঘাটা মেনরোড, কাদাপাড়া, ফুলবাগান ও মতিলাল বসাক লেন।