শেন ওয়াটসন বেছে নিয়েছেন টি-টোয়েন্টির সেরা ৫ খেলোয়াড়; তালিকায় এক ভারতীয়

সম্প্রতি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন বেছে নিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ৫ জন খেলোয়াড়কে। শেন ওয়াটসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও সারা বিশ্বের টি-টোয়েন্টি লিগের সাথে যুক্ত ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করেছেন। এই প্রতিবেদনে সেই পাঁচ খেলোয়াড়ের সম্পর্কে জানানো হয়েছে:

□ ক্রিস গেইল:

Image

টি-টোয়েন্টি ক্রিকেটের প্রসঙ্গ উঠলেই সবার প্রথমে ক্রিস গেইলের নাম আসে। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ১০০০ টিরও বেশি ছক্কা সহ ১৪ হাজার রান করেছেন। যার মধ্যে রয়েছে ২২টি সেঞ্চুরি। ক্রিস গেইল ও শেন ওয়াটসন একসঙ্গে আরসিবির হয়ে দীর্ঘদিন খেলেছেন। গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বললে, ৭৯ ম্যাচে ১৮৯৯ রান করেছেন।

□ এবি ডি ভিলিয়ার্স:

Image

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এই তালিকায় দ্বিতীয় সেরা খেলোয়াড়। শেন ওয়াটসন মনে করেন, এবি ডি ভিলিয়ার্স একমাত্র ব্যাটসম্যান যিনি মাঠের যেকোনও প্রান্তে বল আঘাত করতে পারেন। দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডিভিলিয়ার্স ৭৮ ম্যাচে ১৬৭২ রান করেছেন। এছাড়া শেন ওয়াটসনও আরসিবি দলে ভিলিয়ার্সের সাথে অনেক ম্যাচ খেলেছেন।

□ আন্দ্রে রাসেল:

Image

শেন ওয়াটসনের দৃষ্টিতে বিশ্বের সেরা অলরাউন্ডার খেলোয়ার আন্দ্রে রাসেল। তিনি আইপিএলে ১৮০-র কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে দ্রুত রান করেন। আন্দ্রে রাসেল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৭ ম্যাচে মোট ৭৪১ রান করেছেন। এছাড়া বল হাতে তুলে নিয়েছেন ৩৯টি উইকেট। আন্দ্রে রাসেল গোটা বিশ্বজুড়ে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি লিগের সাথে যুক্ত রয়েছেন।

□ বিরাট কোহলি:

Image

এই তালিকায় একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসেবে শেন ওয়াটসন বিরাট কোহলিকে বেছে নিয়েছেন। শেন ওয়াটসন আরসিবির হয়ে খেলার সময় বিরাট কোহলির নেতৃত্বে প্রচুর ম্যাচ খেলেছেন। ওয়াটসনের মতে, বিরাট কোহলির যেকোনও সময় বা যেকোন পজিশনে ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন। এই প্রাক্তন ভারতীয় অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯৭ ম্যাচে ৩২৯৬ রান করেছেন।

□ ডেভিড ওয়ার্নার:

Image

শেন ওয়াটসন এই তালিকায় যুক্ত করেছেন আরেক বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার বহুবার ওপেনিং করেছেন। তাই শেন ওয়াটসন ডেভিড ওয়ার্নারকে খুব কাছ থেকে চেনেন। এই অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮৮ ম্যাচে ২৫৫৪ রান করেছেন। ডেভিড ওয়ার্নার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলকে চ্যাম্পিয়ন করেছিলেন।