বাংলাদেশী অলরাউন্ডার সাকিবের পছন্দের ওয়ানডে একাদশে রয়েছেন তিন ভারতীয়

বাংলাদেশের বিখ্যাত অলরাউন্ডার শাকিব আল হাসান একটি কথোপকথনের সময় বেছে নিয়েছেন তার সর্বকালের সেরা ওয়ানডে একাদশ। এই তালিকায় তিনি নিজেকে ছাড়া আর কোনও বাংলাদেশি খেলোয়াড়কে রাখেনি। অন্যদিকে বিখ্যাত তিন ভারতীয় ক্রিকেটারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ও পাকিস্তানের দুজন করে খেলোয়াড়কে বেছে নিয়েছেন। 

Watch: A video that imagines Sachin Tendulkar batting against some of the best modern day pacers

শাকিব তার নির্বাচিত সেরা একাদশে ওপেনার হিসেবে ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার ও পাকিস্তানের বাঁহাতি ওপেনার সাঈদ আনোয়ারকে বেছে নিয়েছেন। এরপর তিন নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল যিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ‘বাদশা’। এরপর চার নম্বরে রয়েছেন বর্তমান ভারতীয় অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। 

Jacques Kallis appointed as South Africa's batting coach for the upcoming Test series against England

এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার জ্যাক ক্যালিস। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান ও ২৫০টির বেশি উইকেট নিয়েছেন। ছয় নম্বরে রয়েছেন দুর্দান্ত ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। যিনি এই একাদশে অধিনায়ক ও উইকেটরক্ষকের ভূমিকায় রয়েছেন। এরপর সাত নম্বরে শাকিব আল হাসান তিনি নিজেকেই অন্তর্ভুক্ত করেছেন।

World Cup 2019 Warm Up: MS Dhoni, KL Rahul and bowlers star as India beat Bangladesh by 95 runs- as it happened

এরপর বোলিং বিভাগে বিশ্বের দু’জন স্পিনার ও দু’জন সেরা ফাস্ট বোলারকে বেছে নিয়েছেন। স্পিন বিভাগে রয়েছেন শ্রীলঙ্কার বিখ্যাত অফ স্পিনার ও অস্ট্রেলিয়ার কিংবদন্তির লেগ স্পিনার শেন ওয়ার্ন। অন্যদিকে পেস বিভাগে রয়েছেন পাকিস্তানের ‘রিভার্স সুইং’-র কিং ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলার গ্লেন ম্যাকগ্রা।

Legendary Cricketers - Wasim Akram — The Sporting Blog

শাকিব আল হাসানের নির্বাচিত সর্বকালের সেরা একাদশ: শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক), শাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।