GK কুইজ : ভারতের কয়টি রাজ্য পাকিস্তানের সাথে সীমানা ভাগ করেছে?

পাকিস্তান সীমান্তে ভারতের মোট কয়টি রাজ্য রয়েছে?

General Knowledge Quiz : আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা সকলেরই জানা। এসএসসি থেকে শুরু করে রেলওয়ে ও ব্যাংকিং-র মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্ন বেশি করা হয়। আর আপনার যদি এই ধরনের নলেজ থাকে তাহলে অবশ্যই পরীক্ষাতে সফল হবেন। যাইহোক, এই প্রতিবেদনেও তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে কয়টি দেশ?
উত্তরঃ ৭টি দেশ। যথা: বাংলাদেশ, চীন, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল ও পাকিস্তান।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে একটি বিদেশী রাষ্ট্র তিন দিক দিয়ে ঘিরে রেখেছে?
উত্তরঃ ভারতের ত্রিপুরা (Tripura) রাজ্যটি তিন দিক (উত্তর, দক্ষিণ ও পশ্চিম) দিয়ে বাংলাদেশ দিয়ে ঘেরা।

৩) প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী কখনো বিদেশ যাননি?
উত্তরঃ চৌধুরী চরণ সিং (Chowdhury Charan Singh), ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী, ১৯৭৯-৮০ সাল।

৪) প্রশ্নঃ কোন দেশে বিয়ের আগে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানো হয়?
উত্তরঃ মায়ানমার (Myanmar) দেশে।

৫) প্রশ্নঃ ভারতের ১২টি রাজ্যের মধ্য দিয়ে যায় কোন ট্রেনটি?
উত্তরঃ হিমসাগর এক্সপ্রেস (Himsagar Express)।

৬) প্রশ্নঃ ন্যাশনাল হাইওয়ে-৩৪ সংযোগ স্থাপন করেছে কোন দুটি জায়গার মধ্যে?
উত্তরঃ কলকাতা ও শিলিগুড়ি।

৭) প্রশ্নঃ জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ দক্ষিণ দিনাজপুর।

৮) প্রশ্নঃ ফল ও ফলের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা অধ্যয়নকে কী বলা হয়?
উত্তরঃ পোমোলজি (Pomology)।

৯) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) তার ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন কত সালে?
উত্তরঃ ১৯১৯ সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া ‘নাইট উপাধি’ ত্যাগ করেছিলেন।

১০) প্রশ্নঃ ভারতের কয়টি রাজ্য পাকিস্তানের সাথে সীমানা ভাগ করেছে?
উত্তরঃ পাঞ্জাব, রাজস্থান, জম্মু ও কাশ্মীর এবং গুজরাট ভারতের মোট ৪টি রাজ্য পাকিস্তানের সাথে সীমানা ভাগ করেছে।