মহেন্দ্র সিং ধোনির নামে রয়েছে এই ৬টি অপ্রত্যাশিত রেকর্ড, যা কেউ মনে রাখতে চাননা

বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সমস্ত ট্রফিগুলি যার ঝুলিতে রয়েছে তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। নিঃসন্দেহে তাকে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলা হয়। তবে প্রতিটি ক্রিকেটারের জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে, যেগুলি তার কেরিয়ারের লজ্জাজনক রেকর্ড বলে মনে হয়।

তেমনই ধোনিরও নামে ৬টি অপ্রত্যাশিত রেকর্ডটি রয়েছে; এবার সে বিষয়ে জেনে নেওয়া যাক:-

১) মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল ২৭টি টেস্ট ম্যাচ জিতেছে এবং ১৮টিতে হেরেছে। এরমধ্যে কেবল ১৫টি বিদেশের মাটিতে হার। সবচেয়ে বেশি সংখ্যক বিদেশের মাটিতে হারা অধিনায়ক তিনিই। 

Watch: Two years ago on this day, MS Dhoni shocked the cricketing world by  retiring from

২) একদিনের ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির নামে অসংখ্য রেকর্ড রয়েছে তবে টেস্ট ক্রিকেটে ততটাই খারাপ। ধোনির নেতৃত্বে ভারতীয় দল একটানা ৪টি টেস্ট সিরিজ হেরেছে – এটি একটি অপ্রত্যাশিত রেকর্ড। 

MS Dhoni's instincts fail him

৩) মহেন্দ্র সিং ধোনি বিদেশের মাটিতে অনেক বড় বড় ইনিংস খেলে অপরাজিত থাকলেও কখনোই সেঞ্চুরি দোরগোড়ায় পৌঁছাতে পারেননি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, তবে একটিও এশিয়া উপমহাদেশের বাইরে নয়।

In Numbers: M S Dhoni's glorious career - Rediff Cricket

৪) ওয়ানডেতে ভারতীয় হিসাবে ধীরগামী (১০৩ বলে) হাফসেঞ্চুরির রেকর্ড ছিল সৌরভের নামে। এই অপ্রত্যাশিত রেকর্ড ভেঙে দেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে গেলে সমস্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি ১০৮ বলে তিনি অর্ধশত রান পূর্ণ করেছিলেন।

Former Indian selector reveals why MS Dhoni didn't get to play farewell  match

৫) ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে সকল অন্যান্য ব্যাটসম্যানরা দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলে দলের সমস্ত দায়ভার নিজের কাঁধে চাপিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। এই সময় তিনি ১০০টি বল খেলেছিলেন, তবে একটিও বাউন্ডারি আসেনি তার ব্যাট থেকে।

MS Dhoni Opens Up On Retirement Talk: Report | Cricket News

৬) মহেন্দ্র সিং ধোনি শুধু অভিষেক ওয়ানডে ম্যাচেই নয়, তার অভিষেক টি-টোয়েন্টি ম্যাচেও শূন্য রানে আউট হয়েছেন। জানিয়ে রাখি, তিনি ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক করেছিলেন। এরপর ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক করেন।