আয়তনের বিচারে দশটি বৃহত্তম দেশ, ভারতের স্থান কত জানেন?

১) রাশিয়া (Russia): আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ। যার পুর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। রাশিয়ার আয়তন প্রায় ১৭,০৯৮,২৪২ বর্গকিলোমিটার। রাশিয়ার রাজধানী মস্কো।

Image

২) কানাডা (Canada): কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। আয়তনে বেশি হলেও কানাডা সামরিক শক্তিতে তেমন উন্নত নয়। যার আয়তন ৯,৯৮৪,৬৭০ বর্গকিলোমিটার। এর রাজধানী অটোয়া।

৩) যুক্তরাষ্ট্র আমেরিকা (United States of America): যুক্তরাষ্ট্র আমেরিকা (United States) বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাস্ট্র। যার আয়তন হচ্ছে ৯,৬২৯,০৯১  বর্গকিলোমিটার। যুক্তরাষ্ট্র আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি।

Image

৪) চীন (China): জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের এক নম্বরে চীন হলেও,আয়তনে চীনের অবস্থান চতুর্থ। এটি প্রায় ৯,৫৯৮,০৯৪ বর্গকিলোমিটার জায়গা দখল করে আছে। চীনের রাজধানী বেজিং ।

৫) ব্রাজিল (Brazil): পাঁচ নম্বরে আছে ফুটবলের দেশ ব্রাজিল। এর আয়তন ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার। যা দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড়। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া।  

Image

৬) অস্ট্রেলিয়া (Australia): অস্ট্রেলিয়া মহাদেশ হলেও। ভিন্ন ভাবে এটি রাস্ট্র হিসেবে পরিচিত। নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এর অন্তর্ভুক্তি। আর দেশ অনুসারে অস্ট্রেলিয়ার আয়তন ৭,৬৯২,০২৪ বর্গকিলোমিটার। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।

৭) ভারত (India): ভারত এশিয়ার অন্যতম অর্থনৈতিক উন্নয়নশীল দেশ। আয়তনে এটি প্রায়  ৩,২৮৭,২৬৩ বর্গকিলোমিটার। যা পৃথিবীর আয়তনের ২.৩%। ভারতের রাজধানী দিল্লি।

Image

 ৮) আর্জেন্টিনা (Argentina): ব্রাজিল এর পর ফুটবলের দেশ আর্জেন্টিনা। যার আয়তন প্রায় ২,৭৮০,৪০০ বর্গকিলোমিটার। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস। 

৯) কাজাকিস্থান (Kazakhstan): আয়তনে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কাজাকিস্থান।এটি ইউরোপের পাশ্ববর্তী একটি রাস্ট্র। যার আয়তন হচ্ছে ২,৭২৪,৯০০ বর্গকিলোমিটার। কাজাকিস্থানের রাজধানী আস্তানা।

১০) আলজেরিয়া (Algeria): আলজেরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। যা আয়তনের দিক থেকে দশম। এর আয়তন হচ্ছে  ২,৩৮১,৭৪১ বর্গকিলোমিটার। আফ্রিকা মহাদেশে অবস্থিত এই দেশ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স।