স্বপ্নের মধ্যে এই আটটি বস্তু দেখলে অর্থলাভ হতে পারে, দাবি বিশেষজ্ঞদের

কেউ ঘুমিয়ে শান্তি পান আবার কারো সঠিকভাবে ঘুম হয় না। তবে ঘুম যেমনই হোক না কেন স্বপ্ন আসবেই। তবে কিছু কিছু স্বপ্ন মনে থেকে যায় আবার কিছু স্বপ্ন ঘুম ভাঙার সাথে সাথেই ভুলে যায়। বিশেষজ্ঞদের দাবি প্রত্যেক স্বপ্নের কিছু না কিছু অর্থ রয়েছে। তাদের মতে কিছু স্বপ্ন সুসময়ের বার্তা নিয়ে আসে, আবার কিছু স্বপ্ন খারাপ সময়ের ইঙ্গিত দেয়।

Dreams: Why We Dream & How They Affect Sleep | Sleep Foundation

১) বিশেষজ্ঞদের দাবি, ঘুমের মধ্যে আমের স্বপ্ন দেখা খুবই শুভ। এতে অর্থ লাভ হয়। সোনা কিংবা আরো মূল্যবান গয়না পাওয়ার সম্ভাবনা থাকে।

২) স্বপ্নে হয়ত এমন দেখছেন যাতে আপনি গাছের উপর দিকে ক্রমাগত উঠে চলেছেন। এর মানে আপনার জীবনে সাফল্য আসতে চলেছে। এটা সাংসারিক ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রেও হতে পারে।

৩) বলা হয় স্বপ্নের মধ্যে মৌমাছি কিংবা মৌচাক দেখলে আপনার জীবন মধুর হতে চলেছে। আর্থিক দিক দিয়ে হতে পারে আবার জীবনে ভালোবাসার মানুষেরও আগমন হতে পারে।

৪) স্বপ্নে টিয়া পাখি দেখলে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন। শুক জাতীয় পাখি খুবই শুভ বলে মনে করা হয়।

৫) স্বপ্নে পাহাড়ের শিখরে চড়ছেন মানে আপনি জীবনের যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে সাফল্যের মুখ দেখতে চলেছেন।

৬) হিন্দু ধর্মে দুধকে অতি পবিত্র বলে মনে করা হয় কারণ এটি পুজোর সময় ব্যবহার হয়। স্বপ্নে যদি দুধ পান করার স্বপ্ন দেখেন তাহলে আপনার সম্পত্তি বৃদ্ধি হবে।

৭) স্বপ্নের মধ্যে ফলভর্তি গাছ দেখে থাকলে শীঘ্রই আপনার সংসারে উন্নতি হতে চলেছে।

৮) এমনও বলা হয় স্বপ্নে মরা পাখি দেখাও শুভ। এতে অর্থ ও সাফল্য দুই পাওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

‘যত মত তত পথ’ — কোন পথে আপনি যাবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। বাস্তবের পাশাপাশি স্বপ্নের অস্তিত্ব রয়েছে। এমনটা অনেকেই বিশ্বাস করেন আর বিশ্বাসেই তো মিলায় বস্তু।