তিন ভারতীয় খেলোয়াড়, যারা একই ওয়ানডে ম্যাচে সেঞ্চুরিসহ ৪টি উইকেট নিয়েছেন

ক্রিকেটারদের প্রায়ই দেখা যায় দুর্দান্ত ব্যাটিং এর পরেও বল হাতেও অসাধারণ পারফরম্যান্স করতে। সম্ভবত ওই খেলোয়াড়টিই দলকে জেতানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখেন ও এমন অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।  

আজকের প্রতিবেদনে রয়েছে, একই ওয়ানডে ম্যাচে সেঞ্চুরিসহ ৪টি উইকেট নিয়েছেন যে তিন ভারতীয় ক্রিকেটার; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

১) শচীন টেন্ডুলকার:

এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটে শচীন টেন্ডুলকারের চেয়ে বড় আর নাম নেই। প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদা খ্যাতি অর্জন করেছেন তিনি, যার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরি রয়েছে। তবে তাকে খুব কমই ম্যাচে বোলিং করতে দেখা গেছে।

Sachin Tendulkar retires: 100 facts about the Little Master bowing out after 24 years - Mirror Online

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে শচীন ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এছাড়াও বল হাতে ৩৮ রানের বিনিময় ৪টি উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এটিই ছিল শচীনের সেরা অলরাউন্ড পারফরম্যান্স।

২) যুবরাজ সিং:

ভারতীয় ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই দুর্দান্ত অলরাউন্ডার অনেক ম্যাচ জিতিয়েছেন। এমনকি দুই বিশ্বকাপ জয়ের প্রতিটি ক্ষেত্রেই অসাধারণ পারফরমেন্স করেন।  

Yuvraj Singh scores 14th ODI century in 2nd ODI vs England at Cuttack - Cricket Country

২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে যুবরাজ কঠিন সময়ে সেঞ্চুরি হাঁকিয়ে ১১৮ রান করেন। শুধু তাই নয়, বোলিংয়েও ২৮ রানে ৪টি উইকেট নিয়ে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়েছিলেন।

৩) সৌরভ গাঙ্গুলী:

বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীও এই একই কৃতিত্ব অর্জন করেছেন। ‘অফসাইডের গড’ নামে পরিচিত সৌরভ গাঙ্গুলী ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও তার নেতৃত্বে প্রতিটি খেলোয়াড় সমৃদ্ধ হয়েছিলেন।

Sourav Ganguly Birthday Special: Tribute to the leader who put Team India on winning ways

১৯৯৯ সালে শ্রীলংকার বিপক্ষে সৌরভ গাঙ্গুলী ১৩০ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন এবং বল হাতে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছিলেন। এমন দুর্ধর্ষ পারফরমেন্সের জেরে তিনি ওই ‘ম্যাচের সেরা’ খেলোয়াড় নির্বাচিত হন।