সন্দীপ মহেশ্বরীর ২০টি উক্তি আপনাকে অনুপ্রাণিত করবে

ভারতের বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরীর (২৮ সেপ্টেম্বর, ১৯৮০ সাল) জীবনটা শুরু হয়েছিল অত্যন্ত সংকীর্ণতার মধ্য দিয়ে, একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন। কিন্তু বর্তমানে তার খ্যাতি গোটা এশিয়ার মধ্যে ছড়িয়ে গেছে বিখ্যাত মোটিভেশনাল স্পিকার হওয়ার পাশাপাশি ইমেজ বাজার কোম্পানির মালিক, যা এশিয়ার সবচেয়ে ধনী স্টক ইমেজ কোম্পানি। তার অনুপ্রেরণায় বহু মানুষের জীবন সংকীর্ণতা থেকে পরিপূর্ণতা লাভ করেছে। তিনি বহু দিন ধরেই যুবক থেকে বৃদ্ধ মানুষের অনুপ্রেরণা জুগিয়ে আসছেন।

Related image

চলুন জেনে নেওয়া যাক সন্দীপ মহেশ্বরীর কয়েকটি অনুপ্রেরণামূলক বাণী কথা:

১) মানুষের সবচেয়ে বড় রোগ হলো, কি ভাববে লোক।

২) তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে, তেমনটাই তুমি হয়ে যাবে।

৩) নিজের সম্পর্কে যা ভাবেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনার সম্পর্কের অন্যরা কিভাবে।

৪) ব্যর্থতা আপনাকে বারবার সবার সামনে এসে চড় মারবে কিন্তু সাফল্য একদিন অতিগোপনে এসে আপনাকে আলিঙ্গন করবে – এটাই জীবন।

৫) আপনি ব্যর্থ হতে পারেন, তবে আপনি হাল ছেড়ে না দেওয়া পর্যন্ত কখনোই ব্যর্থ হবেন না।

৬) সর্বদা মনে রাখবেন, আপনার সমস্যা থেকে আপনি অনেক বড়।

৭) তোমায় শক্তিশালী হতে হবে, এইজন্য না যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এইজন্যই যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে। 

Related image

৮) নিজেকে সন্দেহ করা বন্ধ করুন, কঠোর পরিশ্রম করুন, এতেই আপনি সফল হবেন।

৯) জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্যিটা বলো, ঘুরিয়ে-ফিরিয়ে কথা বলোনা।

১০) ভালো কিছু মেনে নেওয়াই Positive Thinking নয়, Positive Thinking হল, এটা মেনে নেওয়া যে, যা ঘটবে, ভালোর জন্যই ঘটবে। 

১১) আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে, তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন।

১২) আপনি চাইলেও এই জীবনের খেলায় আউট হতে পারবেন না ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি মাঠ ছেড়ে পালিয়ে না যান। দুনিয়ার কোনো শক্তিই আপনাকে হারাতে পারবেনা যদি আপনি এই পিচে টিকে থাকেন।

১৩) কী আশ্চর্য তাইনা! আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি।

১৪) ভুল করো কিন্তু সেটার থেকে শেখো, সঠিক কাজ করো কিন্তু সেটাতেই আটকে থেকোনা। কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িয়ো না বরং এর থেকে বড় হও।

১৫) একটা কাজে ব্যর্থ হওয়ার মানে, তুমি সারাজীবনের জন্য ব্যর্থ হয়ে গেলে এমনটা নয়। একটা কাজে ব্যর্থ হওয়ায়, জীবনের সমাপ্তি হয়ে যায়না ভাই।

১৬) যারা তাদের মনকে পরিবর্তন করতে পারে না তারা কিছু পরিবর্তন করতে পারে না।

১৭) প্রথমবার যদি তুমি জীবনে কোনো ভুল করে থাকো তাহলে সেটা আদতে কোনো ভুলই নয়। কিন্তু সেটাকেই যদি তুমি বার বার করতে থাকো তাহলে সেটা একটা ভুল।

১৮) সর্বদা শিখে যেতে হবে। যে শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে, সে একটা জ্যান্ত মৃতদেহ

১৯) সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে ..! 

২০) জীবন আপনার জন্য অপেক্ষা করছে, তাই আপনার সেরাটা তাকে দিন।