Cricket
রোহিত শর্মা বেছে নিলেন সর্বকালের সেরা ৫ ভারতীয় ব্যাটসম্যানকে
ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা বেছে নিলেন সর্বকালের সেরা ৫ ভারতীয় ব্যাটসম্যানকে। এছাড়াও তাদের কিংবদন্তি বলে দাবি করেছেন। রোহিত কেবল সেই সকল খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন যাদেরকে তিনি খেলতে দেখেছেন। নাহলে এই তালিকায় সুনীল গাভাস্কার এবং গুন্ডাপ্পা বিশ্বনাথের মতো ব্যাটসম্যানেরাও থাকতেন।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে কথোপকথনের সময় রোহিত শর্মা সর্বকালের সেরা ৫ ভারতীয় ব্যাটসম্যান নাম উল্লেখ করেছেন। যাদেরকে তিনি ভারতের হয়ে খেলতে দেখেছেন।
রোহিত শর্মা জানিয়েছেন যে, আমি যখন ছোট ছিলাম আমি সচিনকে ছাড়া আর কাউকে দেখিনি। তারপর আমি অন্যান্য ক্রিকেটারদের অনুসরণ করতে শুরু করি। ২০০২ সালে রাহুল দ্রাবিড় ইংল্যান্ড সিরিজে কয়েকটি সেঞ্চুরি সহ প্রচুর রান করেছিলেন।
এরপরে তিনি জানান, তিন নম্বরে রয়েছেন বীরেন্দ্র সেহবাগ। ইনিংসের শুরুতেই যেভাবে তিনি ব্যাট করতেন তাতে বোলারদের অর্ধেক আত্মবিশ্বাস ভেঙে যেত। তারপরে অবশ্যই ভিভিএস লক্ষণ এবং সৌরভ গাঙ্গুলী রয়েছেন।
এর পরে রোহিত শর্মা আরো জানান যে, অদূর ভবিষ্যতে তারা তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে এবং ভারতীয় দলকে জিততে সহায়তা করবে। পরের দুটি বছরে (২০২১ ও ২০২২ সাল) টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এবং ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ।
প্রসঙ্গত, গত ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। আর তাতেই প্রবল হতাশ হয়েছিলেন ওই টুর্নামেন্টে পাঁচটি সেঞ্চুরি করা রোহিত শর্মা।
