১৪ বছরের ব্যবধানে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন রোহিত শর্মা

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে এক অনন্য রেকর্ডের মালিক হলেন রোহিত শর্মা। যে নজির বিশ্বের আর কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে শুরুটা ভালো হলেও হতাশ হতে হয়েছে হিটম্যানকে।

Image

👉🏻 কোন রেকর্ড গড়লেন ‘হিটম্যান’:

অল্প সময়ের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে গেলেও অনন্য নজির গড়েছেন রোহিত শর্মা। আসলে ১৪ বছর আগে অর্থাৎ ২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

Rohit Sharma made his maiden international fifty with my bat: DK | Cricket  News | Onmanorama

১৪ বলে ৩০ রানের একটি ঝড়ো ইনিংস খেলে জয়ের পেছনে যথেষ্ট অবদান রেখেছিলেন। এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ খেলছেন অর্থাৎ দুই শ্রেণীর ক্রিকেটে ফাইনাল ম্যাচে প্রতিনিধিত্ব করা প্রথম খেলোয়াড় হলেন।

Image

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করতে নেমে রোহিত শুরুটা ভালই করেছিলেন। শুভমান গিলের সাথে অর্ধশত রানের জুটিও হয় তার। ৬৭ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রানে পৌঁছে যান তিনি। এরপর বড় ইনিংস খেলার আগেই ৬৮তম বলে কাইল জেমিসনের শিকার হন ‘হিটম্যান’।