সুপার ওভারে ভারতের ঐতিহাসিক জয় টি-টোয়েন্টিতে, শেষ দুই বলে ছক্কা হাঁকালেন রোহিত

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে সুপার ওভার হলো যা অতি রোমাঞ্চকর ভাবে পরিসমাপ্তি ঘটল। সুপার ওভারে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে গিয়ে জাসপ্রিত এর ওভারে ১৭ রান তোলে মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসন এর জুটিতে। এরপরে ব্যাট করতে নেমে ছিলেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল।

Image result for Rohit Sharma T20 six"

নিউজিল্যান্ডের হয়ে বল করতে আসেন টিম সাউদি। প্রথম ৪ বলে ভারতের খাতায় স্কোর গিয়ে দাঁড়ায় মাত্র ৮ রান, দরকার ছিল শেষ দুই বলে ১০ রান। ব্যাট করছিলেন রোহিত শর্মা। ৫ নম্বর বলটিকে মিড উইকেটের ওপর দিয়ে এবং শেষ বলটিকে লং অনের উপর দিয়ে বলটি গ্যালারির মধ্যে ফেলেন ভারতীয় হিটম্যান। এর সাথে ভারত প্রথমবার নিউজিল্যান্ডকে ৩-০ তে হারিয়ে সিরিজ জিতে নেয়।

এদিন নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছিল। ভারত নির্ধারিত কুড়ি ওভারে ১৭৯ রান তুলতে সক্ষম হয়। জবাবে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত তাদের তীরে এসে তরী ডুবে। কেন উইলিয়ামসনের ৯৫ রানের অসাধারণ ইনিংসটিও কাজে এলো না। মোহাম্মদ সামি অসাধারণ বল করে শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করেন। শেষ বলে রস টেলর কে বোল্ড করে ম্যাচ টাই হয়ে যায়।

দেখুন ম্যাচের ঐতিহাসিক মুহূর্তটি:

https://youtu.be/63JIOPsFuyU