মনে আছে শক্তিমানের ‘নায়িকা’কে? এখন তিনি কি করছেন? কেমন দেখতে হয়েছে তাকে?

Shaktiman’s heroine: ৯০ দশকের বাচ্চাদের “শক্তিমানকে” কে ভুলতে পারে? সেইসময়ের প্রতিটা বাচ্চা শক্তিমানের মত সুপার হিরো হতে চেয়েছিল। যখনই কোন সিরিয়াল জনপ্রিয়তা লাভ করে, তখন সেই সিরিয়ালের কিছু কিছু চরিত্রও সাফল্য পায়। মুকেশ খান্নার পাশাপাশি শক্তিমানের নায়িকা গীতাও (বৈষ্ণবী মহন্ত) বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

Image

বৈষ্ণবী মহন্ত ১৯৭৪ সালের ৯ই সেপ্টেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী, যিনি মুকেশ খান্নার টেলিভিশন ধারাবাহিক শক্তিমান-এ গীতা চরিত্রে অভিনয় করার জন্য অধিক পরিচিতি লাভ করেছেন। যদিও বৈষ্ণব ধর্ম থেকে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন। তার বর্তমান নাম বৈষ্ণবী ম্যাকডোনাল্ড 

Image

এই প্রতিবেদনে ১৯৯৮ সালের খুবই জনপ্রিয় সিরিয়াল শক্তিমানের নায়িকা গীতা চরিত্রের বর্তমান অবস্থা বিষয়ে আলোচনা করা হয়েছে। বৈষ্ণবী মহন্তকে এখন হিন্দি টেলিভিশনে ‘পরিণীতি’ নামের একটি সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে। পারমিন্দর রাজবীর বাজওয়া চরিত্রে এই সিরিয়ালে অভিনয় করছেন তিনি।

বৈষ্ণবী ছোট্ট থেকেই গবেষক হতে চেয়েছিলেন। তিনি কখনোই অভিনেত্রী হতে চাননি। যখন বৈষ্ণবীর বয়স ১৪ তখন হায়দ্রাবাদ থেকে মুম্বাই চলে আসেন এবং তারপর র‌্যামসে ব্রাদার্সের ভৌতিক চলচ্চিত্র ভিরানাতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তারপর থেকেই তার অভিনয় জগতে একটু একটু করে পথচলা শুরু।

Image

বরসাত কি রাত, লাদলা, ময়দান-ই-জঙ্গ, বম্বাই কা বাবু এবং দানবীর-এর মত একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। কিন্ত ততটা জনপ্রিয়তার সম্মুখীন হননি, যতটা সাফল্য তিনি “শক্তিমান” সিরিয়াল থেকে পেয়েছিলেন।বৈষ্ণবী এরপর বেশ কিছু তেলেগু ছবিতে নায়িকা হিসেবে কাজ করেন। কিন্তু আবার হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন।

Image

১৯৯৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত বৈষ্ণবী সুপারহিরো বিষয়ক টেলিভিশন ধারাবাহিক শক্তিমান-এ কেন্দ্রীয় নারী চরিত্র, গীতা বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন। এই অনুষ্ঠানের পাশাপাশি তাঁর চরিত্রটি বেশ প্রশংসা পেয়েছিল এবং এটি তাঁর যুগান্তকারী চরিত্র হিসাবে বিবেচিত হয়ে থাকে।