ইন্টারভিউ প্রশ্ন: একজন মহিলা বছরে একবারই কেনেন, কী সেটা?

Interview Questions: আইএএস ইন্টারভিউতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রয়োজন তা হল আত্মবিশ্বাস। অনেক সময় আপনার উপস্থিতি বুদ্ধি জানার জন্য এমন কিছু প্রশ্ন করা হয়, যা শুনে হয়ত আপনিও অবাক হয়ে যাবেন। তবে এই ধরনের প্রশ্ন শুনে যতটা কঠিন মনে হয়, উত্তরটা ততটাই সহজ। এই প্রতিবেদনে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে যা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যেতে পারে। l

১) প্রশ্ন: বাংলায় ‘পাসওয়ার্ড’কে কি বলে?
উত্তর: গুপ্তমন্ত্র।

২) প্রশ্ন: কোন দেশে নীল জিন্স পরার উপর নিষেধাজ্ঞা রয়েছে?
উত্তর: উত্তর কোরিয়া। 

৩) প্রশ্ন: যে বোতলে ফেভিকল ভরা থাকে তার সাথে লেগে যায় না কেন?
উত্তর: কারণ ফেভিকল বাতাসে সংস্পর্শে এলেই আটকে যায়।

৪) প্রশ্ন: কোন জিনিস মাসে একবারই আসে এবং ২৪ ঘন্টার পর চলে যায়?
উত্তর: তারিখ।

৫) প্রশ্ন: কাক কোন দেশের জাতীয় পাখি?
উত্তর: ভুটান।

৬) প্রশ্ন: মিষ্টি হয়েও বাজারে বিক্রি হয় না, এমন কোন ফল?
উত্তর: পরিশ্রমের ফল।

৭) প্রশ্ন: ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল, যিনি ‘আয়রন ম্যান’ নামে পরিচিত।

৮) প্রশ্ন: কোন অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়?
উত্তর: চোখের ভ্রু।

৯) প্রশ্ন: কোন ভারতীয় নোটে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ কথাটি লেখা নেই?
উত্তর: এক টাকার নোটে।

১০) প্রশ্ন: বৈদ্যুতিক বাল্ব এ কোন গ্যাস পূর্ণ থাকে?
উত্তর: নাইট্রোজেন গ্যাস।

১১) প্রশ্ন: মানুষের ঘরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?
উত্তর: ডলফিন।

১২) প্রশ্ন: কোন মাছ পুরুষ থেকে স্ত্রী হতে পারে?
উত্তর: ক্লাউন ফিশ।

১৩) প্রশ্ন: কোন জিনিস বন্টনের পরেও কমেনা?
উত্তর: জ্ঞান।

১৪) প্রশ্ন: বিশ্বের প্রথম কার্বন-মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভুটান।

১৫) প্রশ্ন: একজন মহিলা বছরে একবারই কেনেন, কী সেটা?
উত্তর: রাখী (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)।