রথযাত্রা ২০২১: রথযাত্রার দিন এই কাজগুলো করলে শতজন্মের পূণ্য লাভ হয়

আগামী ১২ জুলাই, বাংলা মাসের আষাঢ়ে ২৭ তারিখ রথযাত্রার পূণ্য তিথি। অত্যন্ত এই পবিত্র উৎসব সারা ভারতবর্ষজুড়ে পালিত হয়। মনে করা হয় এই দিনে যদি এমন কিছু নিয়ম মেনে চলা হয় তাহলে শতজন্মের পূণ্য লাভ করা হয়।

👉🏻 এবার দেখে নেওয়া যাক উপাচার গুলি কি কি:- 

১) এই বিশেষ পবিত্র দিনে বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার একত্রে থাকা একটি ছবি কিংবা মূর্তির পূজা করুন।

২) রথযাত্রা দিনে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভদায়ক কর্ম বলে মনে করা হয়। তাই বাড়িতে যেকোন ছোট বড় গাছ লাগানো যেতে পারে।

Jagannath Puri Rath Yatra 2021: Date, Puja Timings, COVID protocol - All you need to know! | Culture News | Zee News

৩) এই পবিত্র দিনের সকালে গঙ্গায় কিংবা কোনও জলাশয়ে গিয়ে স্নান করা পুণ্য লাভ বলে মানা হয়।

৪) এই দিনে জলে নিমপাতা মিশিয়ে স্নান করলে জীবনের নানান বাধা-বিপত্তি কেটে যায় এবং শরীর থেকে অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তিতে ভরে ওঠে।

৫) এই বিশেষ পবিত্র দিনে সাধ্যমত দান ধ্যান করা খুবই শুভ বলে মনে করা হয়।

৬) রথযাত্রার দিনে কোন মানুষ যদি কিছু চাইতে আসে তাহলে সেই ব্যক্তিকে কখনোই খালি হাতে ফেরাবেন না।

Rath Yatra 2021 in India - Dates

৭) রথের দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দড়ি টানুন এতে যজ্ঞের সমান পুণ্য লাভ অর্জন হয়।

৮) যে পথ দিয়ে রথ টানা হয় সেই জায়গার কিছুটা মাটি লাল কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে পুঁতে রাখলে অত্যন্ত শুভ দায়ক হয়। 

৯) এই বিশেষ পবিত্র দিনে বাড়িতে যে কোনও রকমের শুভ কাজ করা যেতে পারে।