মুম্বাইয়ের হয়ে খেলা উত্তরপ্রদেশের এই তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল প্রথমবার আইপিএলের নিলামে বাজিমাত করলো। একসময় রাস্তায় ফুচকা বিক্রি করা এই তরুণ ক্রিকেটার রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। আগামী ২০২০ আইপিএলের নিলামের আসর আজ বসেছিল কলকাতায়। এই তরুণ ক্রিকেটারকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় কিনলো রাজস্থান রয়েলস।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে বিশ্বকাপে যশস্বী জসওয়াল যথেষ্ট ছাপ ফেলেছে তার ব্যাটিং এর মাধ্যমে। গত বছরে বিজয় হাজারে ট্রফি ২০১৮-তে মুম্বাইয়ের হয়ে খেলতে গিয়ে ডাবল সেঞ্চুরি সহ তিনটি সেঞ্চুরির সাহায্যে পাঁচটি ম্যাচে পাঁচশো রানের বেশি রান করেছিলেন তিনি।
এই বছর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তিনি এই বছর ঝাড়খন্ডের বিপক্ষে ১৪৯ বলে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। শুধু তাই নয়, তিনি বিজয় হাজারে ট্রফির একটি ইনিংসে সর্বোচ্চ ১২ টি ছক্কা মারার রেকর্ডও করেছেন।
তবে এই তরুণ ক্রিকেটারের জীবনটা খুব সহজ ছিল না। অনেক কষ্টে তিনি আজ এখানে পৌঁছেছেন। শুধুমাত্র পেট চালাবার জন্য আজাদ ময়দানে রামলীলা চলাকালীন ফুচকা বিক্রি করতেন আবার কখনো কখনো ফল বিক্রি করতে দেখা গেছে। এমনও কিছু রাত কেটেছে খাবার জোটাতে না পেরে। এছাড়াও তিনি যেখানে ক্রিকেট খেলতেন সেখানকার গ্রাউন্ডসম্যান তরুণ ক্রিকেটারদের সাথে ঝামেলা বাধিয়ে রাতে কোন কিছু খাবার তৈরি করতেন না, সুতরাং খালি পেটে রাত কাটাতে হতো।
এরপর শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার এর সাথে তার খুবই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেই সময় তারা একই ঘরে থাকতেন। যশস্বী কে অর্জুন তার বাড়িতে নিয়ে গিয়ে শচীন টেন্ডুলকারের সাথে পরিচয় করে দিয়েছিলেন। মাস্টারব্লাস্টারও তার সাথে কথা বলে খুব খুশি হন।
প্রথম সাক্ষাতে শচীন মুগ্ধ হয়ে উপহার হিসাবে তাকে সই করা একটি ব্যাট উপহার দিয়েছেন। শুধু তাই নয়, শচীন তার অভিষেক ম্যাচে যশস্বীকে এই ব্যাট হাতে খেলতে অনুরোধ করেছিলেন।
The youngest ever to hit a double hundred in List A cricket 💯💯
Yashasvi Jaiswal AKA wonder kid, welcome to the Indian Premier League🤗#IPLAuction #YashasviIsARoyal pic.twitter.com/7bnmYKTuMw— Rajasthan Royals (@rajasthanroyals) December 19, 2019