আইপিএল নিলাম: সর্বোচ্চ দামে বিক্রি হলো তিন খেলোয়াড়

আগামী ২০২০ মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স এর পকেট এ থাকা মোট ৩৫.৫ কোটি টাকা থেকে ১৫.৫ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে কিনেছে। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস তাকে ১ কোটি টাকায় কিনেছিল। ওই বছর যুবরাজ সিংকে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিল, যা আজ পর্যন্ত আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রিত খেলোয়ার।

গ্লেন ম্যাক্সওয়েলকে কিংস ইলেভেন পাঞ্জাব ১০.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে। প্রসঙ্গত, মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে কিছুদিন বিরতি নিয়ে সম্প্রতি ম্যাক্সওয়েল আবার ক্রিকেটে ফিরে এসেছেন। ম্যাক্সওয়েলের মূল্য ছিল ২ কোটি টাকা। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শেলডন কটরেলকে ৮.৫০ কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অলরাউন্ডার ক্রিস মরিস, যিনি এর আগে দিল্লি ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ ছিলেন। চারটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কঠিন লড়াইয়ের পরে, এই প্রোটিয়া তারকা ১০ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছে। তাঁর মূল্য ছিল দেড় কোটি টাকা।

প্রাক্তন কেকেআর ওপেনার ক্রিস লিনকে মুম্বই ইন্ডিয়ান্স এই অস্ট্রেলিয়ানকে ২ কোটি টাকায় এবং নাথান কুল্টার-নাইলকে ৮ কোটি টাকায় কিনেছে। অন্যদিকে ইংল্যান্ডের আইসিসি বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে কলকাতা নাইট রাইডার্স তাকে ৫.২৫ কোটি টাকায় কিনেছে। মরগানের মূল্য ছিল দেড় কোটি টাকা। অন্যদিকে প্রাক্তন কেকেআর স্পিনার পীযূষ চাওলাকে ৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছে সিএসকে।