বিশ্বের সবচেয়ে বিপদজনক কারাগার যেখানে বন্দীরা একে অপরকে হত্যা করে খেয়ে নেয়

পৃথিবীর প্রতিটি দেশেই শতাধিক কারাগার রয়েছে যেখানে অপরাধীদের বন্দী করা হয়। বন্দীদের মধ্যে ঝামেলা বা মারামারি লাগা সাধারণ ঘটনা, সেদিকেও খেয়াল রাখা হয়। যে কারণে কারাগারের ভেতরে পুলিশ মোতায়েন করা হলেও অনেক সময় বন্দীদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে।

Image

কিন্তু এই প্রতিবেদনে এমন এক কারাগারের কথা বলা হয়েছে যাকে বিশ্বের সবচেয়ে বিপদজনক কারাগার বলে মনে করা হচ্ছে। কারণ এই কারাগারে এত বেশি অপরাধী রয়েছে যেখানে হামেশাই মারামারি লেগেই থাকে এবং তারা একে অপরকে হত্যা করে। শুধু তাই নয় এই কারাগারে কয়েদিরা একে অপরকে খুন করে তাদের মাংস খেয়ে নেয় বলেও জানা গেছে।

Image

এই কারাগারটি আফ্রিকার দেশের রুয়ান্ডায় অবস্থিত গীতরামা সেন্ট্রাল জেল, যাকে বিশ্বের সবচেয়ে বিপদজনক কারাগার হিসেবে চিহ্নিত করা হয়েছে। জানা যায়, এই কারাগারে বন্দীরা একে অপরকে হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে। আসলে গীতরামা সেন্ট্রাল জেলটি ৬০০ জনের ধারণ ক্ষমতা হলেও এখানে রয়েছে ৭ হাজারেরও বেশি কয়েদী। 

Image

এই জেলে এত বেশি কয়েদী থাকার জন্য জায়গার অভাবে তাদের দিনরাত দাঁড়িয়ে সময় কাটাতে হয়। নোংরা ও ভেজা পরিবেশে দাঁড়িয়ে থাকার কারণে বেশিরভাগ বন্দীরাই বিপদজনক রোগের শিকার হন। গীতরামা সেন্ট্রাল জেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দৈনিক ৮ থেকে ১০ জনের মৃত্যু হয়। অনেক মানবাধিকার সংগঠন এর বিরোধিতা করলেও বন্দীদের জীবনযাত্রা মানের কোনও উন্নতি হয়নি।