GK কুইজ : কোন বিষ মানুষ রোজ খায়, কিন্তু মরে না? উত্তর জানলে অবাক হবেন

কোন বিষ খেয়েও মানুষ মরে না?

General Knowledge Quiz: চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ এর জন্য ওই প্রার্থীকে ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন তারা ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন, যার উত্তর দিতে গিয়ে অনেকেই ঘাবড়ে যান। আর ইন্টারভিউতে সঠিক উত্তর দিতে না পারলে আপনি চাকরির অযোগ্য বলে প্রমাণিত হবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ কোন প্রাণী তার মৃত্যু সম্পর্কে আগে থেকেই জেনে যায়?
উত্তরঃ কাঁকড়া বিছে।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য কখনোই ব্রিটিশদের দাসত্ব করেনি?
উত্তরঃ গোয়া।

৩) প্রশ্নঃ সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিট’ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ নর্মদা নদী।

৪) প্রশ্নঃ কোন পশুর দুধ পান করলে মানুষ মারা যেতে পারে?
উত্তরঃ সিংহীর দুধ।

৫) প্রশ্নঃ ভারতের কোন সবজিটি সবচেয়ে বেশি পরিমাণে খাওয়া হয়?
উত্তরঃ আলু।

৬) প্রশ্নঃ ভারতের ১ শতাংশ ধনীদের তালিকায় যোগ দিতে কত টাকা লাগবে?
উত্তরঃ প্রায় ১.৪৫ কোটি টাকা।

৭) প্রশ্নঃ ভারতের সাদা রঙের মরুভূমি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ গুজরাট।

Image

৮) প্রশ্নঃ মদ তৈরিতে কোন ফল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ আঙুর।

৯) প্রশ্নঃ কোন দেশ প্রথম ড্রোন আবিষ্কার করে?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

১০) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের চাষের জন্য একটিও জমি নেই?
উত্তরঃ সিঙ্গাপুর।

১১) প্রশ্নঃ কোন প্রাণী কখনো অসুস্থ হয় না?
উত্তরঃ হাঙ্গর।

১২) প্রশ্নঃ চাঁদে প্রথম জলের সন্ধান পেয়েছিল কোন দেশ?
উত্তরঃ ভারতবর্ষ, ২০০৯ সালে।

১৩) প্রশ্নঃ ভারতের কোন শহরকে আমের শহর বলা হয়?
উত্তরঃ লখনৌকে।

১৪) প্রশ্নঃ ভারত ছাড়া আর কোন দেশে গরুকে পূজা করা হয়?
উত্তরঃ নেপালে।

Image

১৫) প্রশ্নঃ কোন বিষ মানুষ রোজ খায়, কিন্তু মরে না?
উত্তরঃ সাদা বিষ! আসলে চিনিকে ‘সাদা বিষ’ বলা হয়। এটি খেলে মানুষ মরে না তো ঠিকই, কিন্তু শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। এই কারণে চিনির আরেক নাম সাদা বিষ।