‘ময়ূরের কান্নার জল পান করে ময়ূরী গর্ভবতী হয়’ এই কথাটির সত্যতা কতটুকু, জেনে নিন

ময়ূর ভারতের জাতীয় পাখি। তবে এই পাখিটি সচরাচর দেখা যায় না বলে তাদের জনন প্রক্রিয়া সম্পর্কে নানান মতবাদ রয়েছে। বছর কয়েক আগে এক ব্যক্তি তার মঞ্চ থেকে বিশাল জনতার মাঝে বলেছিলেন যে, একটি ময়ূর যখন কাঁদে, তখন তার চোখের জল পান করে ময়ূরী গর্ভবতী হয় এবং বাচ্চার জন্ম দেয়। তবে এই কথাটির কতটা সত্যতা এবার জেনে নেওয়া যাক।

Image

এই ধরনের অযৌক্তিক কথা আজও মানুষের মনে ঘুরপাক খায়। তবে ইন্টারনেট, মোবাইল ও ক্যামেরার যুগে ভিত্তিহীন কথাবার্তার কোন যুক্তি নেই। মানুষ প্রমাণ পেয়েই তা বিশ্বাস করেন। ঠিক এই যুক্তি তর্কের মাঝেই ময়ূরের মিলিত হওয়ার ভিডিও পাওয়া গেছে আর এর সাথে সাথে মানুষের ভুল বোঝাবুঝি দূর হতে শুরু করে।

এই প্রসঙ্গে প্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু পাখি বিশেষ ধরনের চুম্বন প্রক্রিয়ায় মিলিত হয়। একে ‘ক্লোকাল কিস’ বলে। অনেক ফটোগ্রাফার ময়ূর-ময়ূরীর মিলনের ছবি তোলার পাশাপাশি ভিডিও প্রকাশ করেছেন। তাদের দাবি, ময়ূরের প্রজনন পদ্ধতি অন্যান্য পাখির মতোই।

Image

এরপরেও যদি আপনার ময়ূরের কান্না পান করা নিয়ে কোনো ভুল ধারণা থেকে থাকে তাহলে অবিলম্বে দূর করুন। আসলে ময়ূরীর নাচ দেখে ময়ূর আকৃষ্ট হয়ে তার কাছে আসে এবং মিলিত হয়। ইন্টারনেট আবির্ভাব এর আগে এমন অনেক অযৌক্তিক কথার প্রচলন ছিল, যার মধ্যে এটি একটা।