চোখের ধাঁধা: কেবল তীক্ষ্ণদৃষ্টি সম্পন্নরাই ছবির মধ্যে লুকিয়ে থাকা সাপটি খুঁজে পেতে পারেন

Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই চোখের ধাঁধা। আসলে এ জাতীয় ছবিগুলি মনকে বিভ্রান্ত (confused) করে যে কারণে আমরা চোখের সামনে থাকা বস্তুকেও সহজে খুঁজে পায় না। অনেকেই এই জাতীয় ছবির সমাধান করে নিজের দৃষ্টিশক্তি (eyesight) কতটা ভালো তা প্রকাশ করে।

এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি সাপ। উপরে শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে একজন বুড়িমা, তার নাতিকে কিছু বলছেন। বাড়ির বারান্দায় একটি ছাগল (goat) এবং উঠানে একটি মোরগ (rooster) রয়েছে। পাশাপাশি বাড়ি দুটির মাঝখানটায় গাছগাছালি রয়েছে। 

Image

বাড়ির পরিবেশটা খুবই সুন্দর ও মনোরম। তবে এরই মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে একটি সাপ, যা আপনাকে খুঁজে বের করতে হবে। উত্তর খোঁজার আগে ছবিটি প্রথম মনোযোগ সহকারে দেখুন। বলা হয়েছে তীক্ষ্ণদৃষ্টি হলে তবেই আপনি সাপটি শনাক্ত করতে সক্ষম হবেন।

এ জাতীয় ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম। তবে ইতিমধ্যেই যারা ছবি রহস্য বুঝতে পেরেছেন মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ। আপনি যদি এখনো সাপটি খুঁজে বের করতে না পারেন, তাহলে নিচে হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। 

Image

দুই বাড়ির মাঝামাঝি যে বড় গাছটি দেখা যাচ্ছে তার মধ্যেই সাপটি ছদ্মবেশী অবস্থায় রয়েছে, যাকে এক নজরে দেখা যাচ্ছে না। এই ছবিটি অপটিক্যাল ইলিউশনের একটি ভালো উদাহরণ হতে পারে। তবে এ জাতীয় ছবির সমাধানের ভালো উপায় হল ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখা ও একটু ভিন্নভাবে চিন্তা করা।