কেবল জিনিয়াসরাই বলতে পারবেন এই ছবিতে থাকা মেয়েটির নাম কী হতে পারে?

সাংকেতিক চিহ্নগুলি দেখে বলুন ছবির মেয়েটির নাম কী হবে?

Brain Teaser: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে এমন কিছু ধাঁধার ছবিগুলি ভাইরাল হতে দেখা যায়, যেগুলিকে সমাধান করতে অনেকেই লেগে পড়েন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হন। এর মাধ্যমে আইকিউ লেভেল এবং বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ধাঁধার চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে, যা আপনাকে সমাধান করতে হবে।

ছবিতে দেখতে পাচ্ছেন, একজন যুবতী নীল রঙের টপ এবং লাল পোশাকে রয়েছেন। আর তার পাশেই রয়েছে তিনটি সাংকেতিক চিহ্ন — ইংরেজির দুই অক্ষর, কালো রঙের টুপিতে M লেখা আরেকটি পা। এখন আপনাকে এই তিনটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা ওই যুবতীর নাম কি হতে পারে?

ইতিমধ্যেই যারা বুঝতে পেরেছেন, তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়। এছাড়া তাদের মস্তিষ্ক অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত চলে। মনোবিজ্ঞানীরা বলছেন, নিয়মিত এই ধরনের চ্যালেঞ্জ সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এছাড়া মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি আরো সক্রিয় হয়ে উঠবে।

দাবি করা হয়েছে যে, কেবল জিনিয়াসরাই এই চ্যালেঞ্জটি সহজেই সমাধান করতে সক্ষম হবেন। আর এদিকে যারা অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও রহস্য বুঝতে পারেননি, তাদের বিচলিত হওয়ার কিছু নেই আমরা নিচে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আসলে, এই জাতীয় ধাঁধাগুলি একটু ভিন্নভাবে চিন্তা করলেই উত্তর পাওয়া যায়।

প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখুন। ওই যুবতী মেয়ের পাশে রয়েছে ইংরেজি অক্ষরের দুই, যাকে ‘2’ (টু) বলে, তারপর একটি টুপিতে লেখা রয়েছে ‘M’ (ম) আর নিচে রয়েছে একটি পা। এবার এই সাংকেতিক চিহ্ন গুলোকে মেলালে হয় টু+ম+পা=টুম্পা। অর্থাৎ ছবিতে থাকা মেয়েটির নাম হবে ‘টুম্পা’। আর যারা চ্যালেঞ্জটি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন তাদের অনেক অভিনন্দন।