চোখের ধাঁধা: ছবির মধ্যে একটি বানর সবার থেকে আলাদা, যাকে খুঁজে পাওয়া অত সহজ নয়

Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় আজকাল অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকেই ধাঁধার (puzzle) সমাধান করতে বেশ পছন্দ করেন। তবে এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) বোঝার একটি ভালো উপায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে সবার থেকে আলাদা বানরটিকে খুঁজে বের করতে হবে।

উপরে শেয়ার করা ছবিতে তিন সারির বানরের একটি ইমোজি (emoji) রয়েছে। প্রায় সবগুলোকেই দেখতে একই রকমের। তবে এরই মধ্যে কোথাও একটি বানর সবার থেকে আলাদা যাকে খুঁজে পেতে অনেকেই হিমশিম খাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার যদি চাক্ষুষ দৃষ্টি (visual) খুব ভালো হয়ে থাকে, তবে এই চ্যালেঞ্জটি আপনার জন্যও।

Image

দাবি করা হয়েছে, এই ছবিতে ভিন্ন বানরটি খুঁজতে কেবল পাঁচ শতাংশ মানুষই সফল হবেন! কেউ কেউ দীর্ঘক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থাকার পরও, রহস্য বুঝতে ব্যর্থ হয়েছেন এবং তারা বলেছেন এর মধ্যে ভিন্ন রকমের বানর তাদের নজরে পড়েনি। এদিকে যারা ওই বানরটিকে সনাক্ত করতে সক্ষম হয়েছেন মানতেই হবে তাদের চোখ সত্যিই তীক্ষ্ণ।

তবে আপনার ক্ষেত্রেও যদি ওই ভিন্ন রকমের বানরটিকে খুঁজে পাওয়া কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটিকে প্রথমে মনোযোগ সহকারে দেখুন। একেবারে নিচের সারির চতুর্থ বানরটির বাঁ দিকের একটি কান সবার থেকে আলাদা।

Image

আসলে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম। তবে নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এর পাশাপাশি এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।